• Home
 • »
 • News
 • »
 • international
 • »
 • বৃহস্পতির কক্ষপথে সফল প্রবেশ জুনোর

বৃহস্পতির কক্ষপথে সফল প্রবেশ জুনোর

বৃহস্পতির কক্ষপথে জুনো ৷ মঙ্গলবার বৃহস্পতির কক্ষপথে সফল প্রবেশ করল নাসার স্পেসক্রাফট জুনো ৷

বৃহস্পতির কক্ষপথে জুনো ৷ মঙ্গলবার বৃহস্পতির কক্ষপথে সফল প্রবেশ করল নাসার স্পেসক্রাফট জুনো ৷

বৃহস্পতির কক্ষপথে জুনো ৷ মঙ্গলবার বৃহস্পতির কক্ষপথে সফল প্রবেশ করল নাসার স্পেসক্রাফট জুনো ৷

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #ওয়াশিংটন: মঙ্গলে দৌড়। বৃহস্পতিতে পা। এই প্রথম বৃহস্পতির দরজায় কড়া নাড়ল সভ্যতা। সৌরমণ্ডলের বৃহত্তম গ্রহ বৃহস্পতির কক্ষপথে ঢুকে পড়ল জুনো। যেভাবে ঢুকল তাকে বলা হচ্ছে নকিং পাঞ্চ। এই নকিং পাঞ্চেই তুঙ্গে জুনোর বৃহস্পতি। মঙ্গলবার দুপুরে নাসার ঘোষণা, বৃহস্পতির সবচেয়ে কাছে পৌঁছে এখন লুকোচুরি খেলছে জুনো।

  সব বাধা কাটিয়ে বৃহস্পতির কক্ষপথে ঢুকে পড়ল জুনো। জর্জ ওয়াশিংটন সেন্টারে সেই দৃশ্য দেখে হাততালিতে ফেটে পড়লেন বৈজ্ঞানিকরা। এতদিন মানুষের নাগালের বাইরেই ছিল বৃহস্পতি। মঙ্গলবারের পর দেবগ্রহের সেই অহঙ্কার আর থাকল না।  

  মহকাশযান থেকে কক্ষপথে ঢোকার মুহুর্তটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ঝুঁকি এড়াতে ৩৫ মিনিট আগেই চালু করা হয় মহকাশযানের ইঞ্জিন।

  কক্ষপথে পৌঁছনোর পর বদলাতে শুরু করে জুনোর রঙ। কারণ ততক্ষণে গুরুগ্রহের মারাত্মক বিকিরণ আর ঝলসে পড়ছে জুনোর গায়ে।  যা প্রতি সেকেন্ডে ১২০০ পরমাণু বোমা বিস্ফোরণে সমান। এই বিকিরণের সঙ্গে পাল্লা দেওয়া সম্ভব হয়নি এতদিন। তাই বৃহস্পতিও নাগাল পাওয়া যায়নি। দুর্নাম ঘোচাতে ১১০ কোটি বিলিয় ডলারের অবিশ্বাস্য পরিকল্পনা হাতে নেয় নাসা

  আগামী ২০ মাস বৃহস্পতির ওপর ঢাকা থাকবে বিশাল এক চাদর ৷ তার ওপর থাকবে টাইটানিয়ামের এক শক্তিশালী বর্ম ৷ এই বর্মই বিকিরণ থেকে ক্ষতি ৮০০ শতাংশ কমিয়ে দেবে  ৷ এই ২০ মাসে ৩৭ বার বৃহস্পতিবার কাছে পৌঁছবে জুনো ৷ বৃহস্পতিবার কক্ষপথে ঘন গ্যাসের চাদরে কী ঘটছে, তা জানতে ছবি পাঠাবে জুনো ৷ এই ২০ মাসে বৃহস্পতির কণার ঝাপটায় ক্ষতবিক্ষত হতে হবে জুনোকে ৷

  ৫ বছর আগে বৃহস্পতির উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল জুনো।

  ১.৭ বিলিয়ান মাইল যাত্রা করে বৃহস্পতির কক্ষপথে প্রবেশ করেছে জুনো ৷ পাঁচবছর আগে ফ্লোরিডা থেকে লঞ্চ করা হয় এই মহাকাশযানটি ৷ এই প্রকল্পের জন্য করচ করা হয়েছে ১.১ বিলিয়ান মার্কিন ডলার ৷

  আগামী ২০ মাস বৃহস্পতির উপর বিভিন্ন পরীক্ষা করার পর ২০১৮ সালে সেখানেই ধ্বংস হয়ে যাবে জুনো ৷

  First published: