#ওয়াশিংটন : মঙ্গলগ্রহে মাকড়সা ৷ NASA -র ছবিতে চাঞ্চল্য সর্বত্র ৷ আপনি যদি মনে করেন মাকড়সা শুধু পৃথিবীতেই রহস্য তৈরি করে তাহলে ভুল ভেবেছেন ৷ মাকড়সা মঙ্গলেও রহস্য তৈরি করেছে ৷
তবে spider শব্দটা অবশ্য মঙ্গলে সামান্য আলাদাভাবে ব্যবহার করা হয় ৷ এই সপ্তাহে নাসা মঙ্গল গ্রহের একটি ছবি প্রকাশ করেছে ৷ Mars Reconnaissance Orbiter-র তোলা এই ছবিটি ১৩ মে-র ৷
যাতে দেখা যাচ্ছে লাল গ্রহের মাটিতে কিছু জিনিস দেখা যাচ্ছে ৷ যেটা কিছু উঁচু নিচু জিনিস আর মাকড়সা সদৃশ জিনিস চলে গেলে যেরকম দাগ পড়ে সেরকম দাগ পড়েছে ৷ এটা দক্ষিণ গোলার্ধে মঙ্গলগ্রহের চিহ্ন ৷
আরও পড়ুন - অফিস যাওয়ার পথে যানজট ? বুক করলেই আকাশপথে নিয়ে যাবে 'Air taxi'
আসলে পৃথিবীতে এই ধরণের মরশুম পরিবর্তনের সঙ্গে ভূমি পরিবর্তন হয় না ৷ কিন্তু মঙ্গলে হয় ৷ মঙ্গলে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড রয়েছে ৷ অতিরিক্ত ঠান্ডায় যার কিছুটা অংশ মাটির তলায় চলে যায় ৷ আর তারওপর যখন উষ্ণতা বাড়ে তখন এই বরফ গলে ওই কার্বন ডাই অক্সাইড বেরিয়ে আসে ৷
তারপরেই এইরকমের মাকড়সার মতো দেখতে বিষয়গুলি তৈরি হয় ৷ এটা মঙ্গলে মরশুম পরিবর্তনের ইঙ্গিতবাহী ৷ এমনটাই নাসা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।