• Home
 • »
 • News
 • »
 • international
 • »
 • সমুদ্রের নীচে খোঁজ মিলল আস্ত একটা শহরের !

সমুদ্রের নীচে খোঁজ মিলল আস্ত একটা শহরের !

The lost town

The lost town

সমুদ্রের নীচে খোঁজ মিলল আস্ত একটা শহরের !

 • Share this:

  #মেক্সিকো:  কেউ সঠিক ভাবে জানে না, আদৌ তার অস্তিত্ব আছে কীনা! কিন্তু, মানুষের কৌতুহলের শেষ নেই! সেই কোন যুগ থেকে চলছে রহস্যে মোড়া শহর আটলান্টিস-এর খোঁজ!

  গ্রিক দার্শনিক প্লাতোর লেখায় প্রথম পাওয়া যায় আটলান্টিস-এর উল্লেখ। কিন্তু বাস্তবে কী সত্যিই আছে এমন কোনও শহর? উত্তর কারও জানা নেই! কিন্তু যুগে যুগে সন্ধান বহাল থেকেছে। অনেক মানুষেরই ধারনা, বাস্তবেই ছিল এমন এক শহর। কোনও প্রাকৃতিক দুর্যগের কারণে, দ্বীপ-শহরটি তলিয়ে যায় সমুদ্রগর্ভে।

  এতযুগ বাদে সেই শহরটির নাকি সন্ধান মিলেছে। এমনটাই দাবি, 'কনস্পিরেসি থিয়োরিস্ট'দের। তাঁদের মতে, গুগুল মানচিত্রের সাহায্যে তাঁরা সেই দ্বীপটি খুঁজে পেয়েছেন। মেক্সিকোর পশ্চিমে, প্রশান্ত মহাসাগরের তলদেশে ডুবে রয়েছে রহস্যময় আটলান্টিস শহর। সেখানকার স্থাপত্যেরও তাঁরা হদিশ পেয়েছেন। সাড়ে ৮ মাইল জুড়ে বিস্তৃত রয়েছে পিরিমিডের চুড়ো।

  আরও পড়ুন-রাতের আকাশে ব্লাড মুন, ২৭ জুলাই কি পৃথিবীর শেষ দিন?

  First published: