corona virus btn
corona virus btn
Loading

প্রয়াত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট ভাই রবার্ট ট্রাম্প

প্রয়াত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট ভাই রবার্ট ট্রাম্প
ফাইল ছবি

বেশ কিছুদিন ধরেই হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও ঠিক কী অসুস্থতায় রবার্ট ট্রাম্প ভুগছিলেন, তা জানা যায়নি ৷

  • Share this:

#ওয়াশিংটন: প্রয়াত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট ভাই রবার্ট ট্রাম্প ৷ বেশ কিছুদিন ধরেই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন রবার্ট ৷ শনিবার এক বিবৃতিতে নিজেই তাঁর ভাইয়ের মৃত্যুর খবর সংবাদমাধ্যমকে জানান ট্রাম্প ৷ মার্কিন প্রেসিডেন্ট বলেন,  ‘‘রবার্ট শুধু আমার ভাই নয়, আমার সবচেয়ে ভাল বন্ধু ছিল।’’ মৃত্যুকালে রবার্ট ট্রাম্পের বয়স হয়েছিল ৭১ বছর ৷

বেশ কিছুদিন ধরেই হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও ঠিক কী অসুস্থতায় রবার্ট ট্রাম্প ভুগছিলেন, তা জানা যায়নি ৷ শুক্রবার ভাইকে দেখতে হাসপাতালেও যান প্রেসিডেন্ট ট্রাম্প ৷

প্রেসিডেন্ট ট্রাম্পের চার ভাই-বোনের মধ্যে সবার ছোট রবার্ট। রিয়াল এস্টেটের ব্যবসা করতেন তিনি। ডোনাল্ড ট্রাম্পের চেয়ে তিন বছরের ছোট ছিলেন রবার্ট। বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমার চমৎকার ভাই রবার্ট আজ রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ও শুধু আমার ভাই ছিল না, ছিল আমার বন্ধুর মতো। তোমাকে মিস করব রবার্ট ৷

Published by: Siddhartha Sarkar
First published: August 16, 2020, 11:01 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर