#করাচি: মুম্বই হামলার মাস্টারমাইন্ড এবং লস্কর-ই-তইবার অপারেশনস কমান্ডার জাকিউর রহমান লকভিকে গ্রেফতার করল পাকিস্তানের পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ সন্ত্রাসের জন্য গঠিত এক তহবিলের অর্থে ডিসপেন্সরি চালানোর। প্রসঙ্গত, তাকে ‘আন্তর্জাতিক জঙ্গি’ তকমা দিয়েছে রাষ্ট্রসংঘ। এর ভিত্তিতে শনিবার গ্রেফতার করা হয়েছে বলে সূত্রের খবর। ছ’বছর জেলে থাকার পরে গত ২০১৫ সালের এপ্রিলে জামিন পায় লকভি। তবে তার জেলে থাকা নিয়েও প্রশ্নের মুখে পড়তে হয় পাক প্রশাসনকে। জামিনের পর থেকেই বিভিন্ন সন্ত্রাসমূলক কাজের সঙ্গে তার নাম যুক্ত হওয়ার অভিযোগ ওঠে৷ লকভিকে পঞ্জাবের কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) গ্রেফতার করেছে। তবে কোথা থেকে এই জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি ওই সংস্থার তরফ থেকে। সরকারি তরফে বলা হয়েছে, সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগ ওঠে৷ এরপর নিষিদ্ধ সংগঠন এলইটি নেতা জাকিউর রহমান লকভিকে গ্রেফতার করা হয়েছে। সন্ত্রাসবাদের অর্থায়নের জন্য সংগৃহীত তহবিল ব্যবহার করে একটি ডিসপেনসারি চালানোর অভিযোগ রয়েছে। লকভি এবং অন্যান্যরা এই ডিসপেনসারি থেকে তহবিল সংগ্রহ করে৷ শুধু তাই নয় এই তহবিল আরও সন্ত্রাসবাদের অর্থায়নের জন্য ব্যবহার করেছে তারা । এছাড়াও নিজের ব্যক্তিগত খরচ চালাতেও এই তহবিল ব্যবহার করেছে লকভি। প্রসঙ্গত, ২০০৮ সালের মুম্বই হামলার প্রধান চক্রী ছিলেন লকভিই। দিন কয়েক আগে লকভিকে মাসিক দেড় লক্ষ পাকিস্তানি টাকা দেওয়ার অনুমতি দেয় রাষ্ট্রসংঘ। খাবার, ওষুধ, আইনজীবী, পরিবহণ ও অন্যান্য খরচ বাবদ অর্থ বরাদ্দ করা হয় তাকে। এই সিদ্ধান্তের কড়া নিন্দা জানায় ভারত।