Home /News /international /

মাতৃদুগ্ধ বিক্রি করে সংসারের খরচ, এমন ঘটনায় তোলপাড় সোশ্যাল মিডিয়া

মাতৃদুগ্ধ বিক্রি করে সংসারের খরচ, এমন ঘটনায় তোলপাড় সোশ্যাল মিডিয়া

প্রতীকী ছবি ৷

প্রতীকী ছবি ৷

ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়

 • Share this:

  #ফ্লোরিডা: মায়ের ভালবাসার বিকল্প সারা পৃথিবী জুড়ে আর কিছুই নেই ৷ শিশুকে জীবনের গতিপথে একজন সুস্থ ও স্বাভাবিক মানুষ হিসাবে গড়ে তুলতে মায়ের দুধের বিকল্প নেই ৷ কিন্তু মায়ের মমতাও এখন বিক্রি হচ্ছে? বেশ কিছু দশক ধরে গর্ভ বিক্রির ঘটনা আগেই ঘটেছে ৷ কিন্তু এবার মাতৃদুগ্ধ বিক্রি ঘটনা প্রকাশ্যে এসেছে ৷ আমেরিকার ফ্লোরিডায় এক মহিলা তাঁর দুধ বিক্রি করে লক্ষ লক্ষ টাকা রোজগার করছেন ৷ ৩২ বছর বয়সী ওই মহিলা নিজের দুধ বিক্রি করার ইচ্ছা প্রকাশ করে অনলাইনে বিজ্ঞাপন দিয়েছিলেন ৷

  জুলি ডেনিস নামের ওই মহিলা গত বছর সারগেসির মাধ্যমে এক শিশুর জন্ম দিয়েছিলেন ৷ শিশুর জন্ম দিয়ে একজনের থেকে লক্ষাধিক টাকা রোজগার করেছিলেন ৷ এইবার তিনি নিজের দুধ বিক্রি করতে শুরু করেছেন ৷ এই ভাবে কয়েক মাস ধরে লক্ষাধিক টাকা রোজগার করেছেন তিনি ৷ শিশুর জন্মের ৬ মাস পরে আর মাতৃদুগ্ধের প্রয়োজন হয়না ৷ কিন্তু তখনও প্রয়োজন মত দুধের যোগান থাকায় সেই দুধ বিক্রি করতে শুরু করেছিলেন ওই মহিলা ৷ ডেনিস একটি প্রাথমিক স্কুলের কর্মী ৷

  সারগেসি সন্তানের জন্ম দেওয়ার পরে মায়েদের সমস্যা দেখা যায় যে সন্তানকে দুধ দেওয়া বেশ সমস্যাকর হয়ে থাকে ৷ ঠিক মত দুধের যোগান থাকেনা ৷ ডেনিসের মতে এটি একটি চাকরির মত ৷ তবে এই ধরনের কাজ করে অর্থ উপার্জন করাতেই নানান রকমের প্রতিক্রিয়া দেখা দিয়েছে ৷ সারগেসির মাধ্যমে দুই সন্তানের জন্ম দিয়েছেন ডেনিস ৷ তাঁর গর্ভাশয়ের অবস্থা অত্যন্ত ভাল দুধের পরিমাণও ঠিকঠাক আছে ৷ ওই মহিলা জানিয়েছেন সম্পূর্ণ রূপে পয়সা রোজগারের জন্য নয় কিন্তু তিনি স্থির বিশ্বাস কিন্তু এই টাকা তাঁর পরিবারের ক্ষেত্রে যথেষ্ট ৷

  ডেনিস জানিয়েছেন দুধ কেনার সময়ে অনেকেই দুধের দামে ছাড়ের জন্য অনুরোধ করেন ৷ অনেকেই মনে করেন বিনামূল্যের দুধে আর কি টাকা নেওয়া যায়? অনেকেই জানিয়েছেন দুধের জন্য পাম্পে পরিবারের থেকে ঘণ্টা দূরে থাকতে হয় ৷ ডেনিস জানিয়েছেন প্রতি মাসে ১৫,০০০ লিটার দুধ ফ্রিজে স্টোর করে সেটি আইস প্যাকে রেখে সারা দেশে পাঠানো হয় ৷

  Published by:Arjun Neogi
  First published:

  Tags: America

  পরবর্তী খবর