• Home
 • »
 • News
 • »
 • international
 • »
 • দেখা করতে গিয়ে ভাললাগা! মেয়ের ফোন থেকে জামাইয়ের নগ্ন ছবি চুরি করলেন শাশুড়ি!

দেখা করতে গিয়ে ভাললাগা! মেয়ের ফোন থেকে জামাইয়ের নগ্ন ছবি চুরি করলেন শাশুড়ি!

প্রতীকী চিত্র ৷

প্রতীকী চিত্র ৷

ওই ব্যক্তি লেখেন, ‘আমরা যখন থেকে ডেট করি তখন থেকে আমাদের নিজেদের মধ্যে নোংরা ছবি পাঠানোর অভ্যাস ছিল ৷

 • Share this:

  #নয়াদিল্লি: মেয়ের স্বামীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শাশুড়ি ৷ কিন্তু সেখানেই ঘটল বিপদ ৷ জামাইকেই মনে ধরল শাশুড়ি মায়ের ৷ এখানেই শেষ নয়, মেয়ের ফোন থেকে জামাইয়ের নগ্ন ছবিও নিজের ফোনে চুরি করে নিলেন তিনি ৷ গোটা ঘটনাটিই সোশ্যাল মিডিয়ায় জানিয়ে শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ করেছেন ওই ভদ্রলোক দক্ষিণ অফ্রিকার বাসিন্দা ওই ব্যক্তির দাবি, তিনি ও তাঁর স্ত্রী এ ধরনের কাজকর্ম নিয়ে খুবই অস্বস্তিতে পড়েছেন ৷ তিনি লেখেন, তাঁর স্ত্রীয়ের মা আগেও এমন অস্বাভাবিককাজ করেছেন ৷ সম্প্রতি মেয়ের অনুপস্থিতি তিনি মেয়ে-জামাইয়ের ব্যক্তিগত মুহূর্তের ছবি চুরি করেন ৷ পরে যখন তাঁকে এ নিয়ে বলা হয়, তখন তিনি এ জন্য অনুতপ্ত ছিলেন না ৷ এটা তাঁর কাছে খুবই সাধারণ ঘটনা ৷ ওই ব্যক্তি লেখেন, ‘আমরা যখন থেকে ডেট করি তখন থেকে আমাদের নিজেদের মধ্যে নোংরা ছবি পাঠানোর অভ্যাস ছিল ৷ সেই ছবিগুলিই ইনি চুরি করে নিজের ফোনে নিয়ে নিয়েছেন ৷’

  First published: