#নয়া দিল্লি: কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, প্রায় ছ’হাজারের বেশি মানুষ আটকে পড়েছেন ইরানে৷ করোনা আতঙ্কে তাঁরা ফিরতে পারছেন না দেশে৷ এদের মধ্যে ১১০০ লোক রয়েছেন যাঁরা তীর্থ করতে গিয়েছেন, তাঁদের বাড়ি মূলত লাদাখ ও জম্মু ও মহারাষ্ট্রে৷ ৩০০ ছাত্র রয়েছেন, যাঁদের বাড়ি উত্তরাখণ্ড ও জম্মুতে৷ রয়েছেন কেরল, তামিলনাড়ু ও গুজরাতের ১০০০ মৎস্যজীবী৷ এছাড়াও আরও অসংখ্য মানুষ যাঁরা আর ইরানে থাকতে চাইছেন না৷ কাজকর্ম ছেড়ে দেশে ফিরে আসতে চাইছেন৷
তিনি জানিয়েছেন, সরকারের নজর মূলত সেই সব পর্যটকদের উপরে যাঁরা তীর্থক্ষেত্রে গিয়েছেন৷ কারণ, তাঁরা কুম প্রদেশে রয়েছেন৷ যেটি করোনা ভাইরাসে সবথেকে বেশি আক্রান্ত এলাকা৷ তাই তীর্থযাত্রীদের ফিরিয়ে আনতে চাইছে সরকার৷ আর সেখানে বাসস্থানগুলিইও ভীষণ ঘন, ফলে রোগ ছড়িয়ে পড়া সহজ৷
ইরান থেকে এখনও ৫২৯ জন ভারতীয়ের রক্ত পরীক্ষার রিপোর্ট পেয়েছে ভারত, তার মধ্যে ২৯৯ জন করোনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট এসেছে৷ এরপরেই ইতালির অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জয়শঙ্কর৷ তিনি বলেন, ভারত থেকে একটি মেডিকেল টিম ইতালি পাঠানও হবে৷ ধবারই করোনা সংক্রমণকে অতিমারী বা প্যানডেমিক ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৷ তবে, চিনের বক্তব্য করোনার ভয়াবহতা অনেকটাই কাটিয়ে ফেলেছে চিন৷ চিনের জাতীয় স্বাস্থ্য কমিশনের বক্তব্য, এত বড় অতিমারি চিন আগে দেখেনি৷ তবে, এখন অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।