ইদানীং প্রায় সব বাচ্চারই মোবাইল ফোনের নেশা! সংসার-অফিসের চাপে চিরেচ্যাপ্টা মা বেচারিও আর কী করবেন! বাচ্চাকে মোবাইল দিয়ে নিজের কাজ গুছিয়ে নেন! বাচ্চাও খুশ, মা-ও শান্তিতে! কিন্তু মোবাইল গেম খেলতে খেলতেই যা কাণ্ড ঘটাল খুদে, মাকে খোয়াতে হল লক্ষ লক্ষ টাকা।
ঘটনাটি আমেরিকার ম্যাসাচুসেটস-এর। জেসিকা নুন তাঁর একরত্তি মেয়ে লিলা ভারিসকো-কে মোবাইলটি দিয়েছিল গেম খেলতে। সেই ফাঁকে মা নিত্য কিছু কাজ সারতে বাইরে বেরিয়েছিলেন। শান্তিতে ছিলেন, মেয়ে মোবাইল নিয়ে ব্যস্ত আছে। কিন্তু শিশু এ দিকে কী কাণ্ড ঘটাচ্ছে, তা ঘুণাক্ষরেও টের পাননি তিনি। বলা বাহুল্য, মায়ের শান্তি বেশিক্ষণ টিকল না। মা দেখলেন, মেয়ে ৩ হাজার ডলারেরও বেশি টাকার অনলাইন শপিং করে ফেলেছে। জেসিকার ভাষায়, '' আমি অ্যামাজন-এর অর্ডার হিস্টরি খুলে দেখি মেয়ে ১০টি খেলনার মোটোরসাইকেল, একটি খেলনার বড় জিপ আর ১০ জোড়া কাউবয় বুট কিনে ফেলেছে। বুটগুলো আবার ৭ নম্বর সাইজের।''
ফোনে অ্যামাজনের অ্যাপে গিয়ে নিজের পছন্দমতো খেলনা অর্ডার করে দেয় লিলা। সব মিলিয়ে বিল হয় প্রায় ২.৪৭ লক্ষ টাকা। সে টাকাও দিয়ে দেয় শিশু। মা জানান, তাঁর অ্যামাজন অ্যাপ-এ ঢুকে, পছন্দমত খেলনা বাছাই করে 'বাই নাউ' অপশন ক্লিক করে মেয়ে। বিকেলে ফোন ঘাঁটতে গিয়ে মা দেখতে পান তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় আড়াই লক্ষ টাকা কেটে নেওয়া হয়েছে। মায়ের তো চোখ কপালে, মাথায় হাত! কেন এত টাকা কেটে নেওয়া হল? কারণ খুঁজতে গিয়ে তিনি দেখেন, তাঁর অ্যামাজন অ্যাকাউন্ট থেকে এত টাকা কেটে নেওয়া হয়েছে। এরপর, অর্ডারের সময় দেখেই ধরতে পারেন বিপত্তি ঘটিয়েছে মেয়ে। তিনি তড়িঘড়ি ওই অনলাইন বিপণন সংস্থায় যোগাযোগ করে অর্ডার বাতিলের চেষ্টা করেন। ১০টি বুট ও ৫টি মোটরসাইকেলের অর্ডার ক্যানসে করা সম্ভব হয়, কিন্তু বাকি অর্ডার ততক্ষণে 'শিপড' হয়ে গিয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mobile