হোম /খবর /বিদেশ /
ছয় পা, দুই লেজ! বিরল দর্শন কুকুর ছানায় মজেছে নেট দুনিয়া

ছয় পা, দুই লেজ! বিরল দর্শন কুকুর ছানায় মজেছে নেট দুনিয়া

বিরল দর্শন সেই কুরুর ছানা৷ Photo-Twitter

বিরল দর্শন সেই কুরুর ছানা৷ Photo-Twitter

জানা গিয়েছে, বর্ডার কোলি এবং অস্ট্রেলিয়ান শেফার্ড- এই দুই প্রজাতির কুকুরের মিশ্র সংস্করণ ছোট্ট স্কিপার৷

  • Last Updated :
  • Share this:

#টোকিও: ছ'টি পা, দু'টি লেজ৷ জাপানের ওখলাহোমায় জন্মানো এমন এক বিরল দর্শন কুকুর ছানাই এখন ইন্টারনেট ব্যবহারকারীদের নজর কেড়ে নিয়েছে৷ আমজনতা তো বটেই, এমন কুকুর ছানাকে দেখে হা হয়ে গিয়েছেন পশুপ্রেমী থেকে শুরু করে বিশেষজ্ঞরাও৷ গত সপ্তাহেই জন্মানো এই কুকুর ছানার নাম দেওয়া হয়েছে স্কিপার৷

জানা গিয়েছে, বর্ডার কোলি এবং অস্ট্রেলিয়ান শেফার্ড- এই দুই প্রজাতির কুকুরের মিশ্র সংস্করণ ছোট্ট স্কিপার৷ কিন্তু ৬টি পা এবং জোড়া লেজ নিয়ে জন্মানোর ঘটনাকে মিরাকেল বলেই স্বীকার করে নিয়েছেন তার চিকিৎসার দায়িত্বে থাকা পশু চিকিৎসক৷

স্কিপারের শরীরের পিছনের দিকেই চারটি পা রয়েছে৷ স্কিপার সহ মোট আটটি শাবকের জন্ম দেয় তার মা৷ কিন্তু স্কিপারের ভাইবোনেদের কারও শরীরেই কোনও অস্বাভাবিকতা নেই৷

পশু চিকিৎসকদের মতে, বিচিত্র দর্শন এই কুকুর ছানা যত বড় হবে, তত তার শরীরের গঠনে আরও অস্বাভাবিকতা ধরা পড়বে৷ স্কিপারের শরীরের দু'টি ইউরিনারি ব্লাডার রয়েছে৷ সম্ভবত তার শরীরে জোড়া প্রজনন ব্যবস্থাও রয়েছে৷ চিকিৎসকদের মতে, মায়ের গর্ভে বেড়ে ওঠার সময়ই স্কিপারের শরীরের কোষগুলি ভাগ হয়ে যাওয়ার চেষ্টা করছিল৷ যেমনটা যমজ সন্তান জন্মের ক্ষেত্রে দেখা যায়৷ কিন্তু কোষগুলি সম্পূর্ণ বিচ্ছিন্ন না হওয়াতেই স্কিপারের দেহের গঠন এমন বিরল আকৃতির হয়েছে বলে দাবি চিকিৎসকদের৷

আপাতত স্কিপার সুস্থই আছে৷ কিন্তু চিকিৎসকদের আশঙ্কা সে যত বড় হবে, ততই তার হাঁটাচলায় সমস্যা দেখা দেবে৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Dog