#নয়াদিল্লি: দিল্লিতে ইজরায়েল দূতাবাসের বাইরে আইইডি (IED, improvised explosive device) বিস্ফোরণে চাঞ্চল্য ছড়িয়েছে দেশের রাজধানীতে৷ এই ঘটনার জেরে দেশ জুড়ে বিমানবন্দর ও সরকারি ভবনগুলিতে সতর্কতা জারি করা হয়েছে৷ যদিও এদিন বিকালে বিজয় চক থেকে ১.৪ কিমি দূরে আব্দুল কালাম রোডে ঘটে যাওয়া বিস্ফোরণের "তীব্রতা ছিল খুবই কম''৷ কিন্তু বিস্ফোরণস্থল থেকে খানিক দূরেই বিটিং রিট্রিট (Beating Retreat) অনুষ্ঠানটি হচ্ছিল। যেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (President Ram Nath Kovind) সহ বেশ কয়েকজন উচ্চপদস্থ সরকারি আধিকারিকরা। পুলিশ জানিয়েছে ঘটনায় কোনও হতাহতের খবর নেই৷ বিরাট নিরাপত্তা বাহিনী গোটা এলাকা ঘিরে রেখেছে৷ ফরেন্সিক বিশেষজ্ঞরাও পৌঁছে গিয়েছেন৷
বিদেশমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর ইজরায়েলের বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলে তাঁকে সম্পূর্ণ নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করেছেন৷ তিনি ট্যুইট করে লিখেছেন, "ইজরায়েল দূতাবাসের বাইরে বিস্ফোরণের ব্যাপারে ইজরায়েলের বিদেশমন্ত্রী গাবি আশকেনাজির সঙ্গে আমার এই মুহূর্তে কথা হল৷ আমরা এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি৷ ওনাকে দূতাবাস ও ইজরায়েলি কূটনীতিকদের সম্পূর্ণ নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করেছি৷ এই ঘটনার তদন্ত চলছে৷ দোষীদের খুঁজে বার করতে আমরা চেষ্টার কোনও ত্রুটি রাখব না৷"
Spoke just now to Israeli FM @Gabi_Ashkenazi about the explosion outside the Israeli Embassy. We take this very seriously. Assured him of the fullest protection for the Embassy and Israeli diplomats. Matter is under investigation and no effort will be spared to find the culprits.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) January 29, 2021
ইজরায়েলের বিদেশমন্ত্রী গাবি আশকেনাজি ট্যুইট করে জয়শঙ্করকে ধন্যবাদ জানিয়েছেন, তিনি লিখেছেন, "ভারতের বিদেশমন্ত্রীর সঙ্গে মিনিটখানেক আগে আমার কথা হল৷ উনি আমাকে আশ্বস্ত করেছেন যে, ইজরায়েলের কূটনীতিকদের নিরাপত্তার ব্যাপারে দায়বদ্ধ, এবং তাঁরা এই বিস্ফোরণের সঙ্গে জড়িত সকলকে খুঁজে বার করবে৷ ওনাকে আমি ধন্যবাদ জানাই৷ আমি সবরকম ভাবে সাহায্য করার জন্য প্রতিশ্রুতি দিয়েছি৷ ইজরায়েলের থেকে যে কোনও রকমের সাহায্য প্রয়োজন হলে আমি আছি৷"
I spoke a few minutes ago with my counterpart, Indian Foreign Minister @DrSJaishankar, following the explosion that took place a few hours ago near the Israeli embassy in Delhi.
— גבי אשכנזי - Gabi Ashkenazi (@Gabi_Ashkenazi) January 29, 2021
The Indian FM assured me that the Indian authorities are committed to the security of all Israeli diplomatic staff and will continue to act resolutely to locate all those involved in the explosion.I thanked him and promised full cooperation and any help required from Israel.
— גבי אשכנזי - Gabi Ashkenazi (@Gabi_Ashkenazi) January 29, 2021
সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএই) জানাচ্ছে, দেশের সব ক'টি বিমানবন্দর, সরকারি ভবন ও গুরুত্বপূর্ণ স্থাপত্যগুলিতে সতর্কতা জারি করা হয়েছে৷ যথেষ্ট নিরাপত্তা বাড়ানো হয়েছে৷