#অ্যান্টিগা: গা ঢাকা দিয়েও শেষ রক্ষা হল না৷ ডমিনিকা পুলিশের হাতে ধরা পড়ে গেলেন পলাতক হিরে ব্যবসায়ী মেহুল চোকসি৷ গত রবিবার আচমকাই অ্যান্টিগা থেকে উধাও হয়ে গিয়েছিলেন চোকসি৷ রাস্তার পাশ থেকে উদ্ধার হয় তাঁর ফাঁকা গাড়ি৷ তার পর মঙ্গলবার রাতেই চোকসিকে ধরে ফেলে ডমিনিকা পুলিশ৷
চোকসি উধাও হওয়ার পরই তৎপর হয় অ্যান্টিগা সরকারও৷ পলাতক ব্যবসায়ীকে খুঁজে বের করতে ইন্টারপোল সহ অন্যান্য দেশের পুুলিশেরও সাহায্য চায় তারা৷ সূত্রের খবর, চোকসিকে অ্যান্টিগা পুলিশের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ডমিনিকা পুলিশ৷
২০১৭ সালে অ্যান্টিগা এবং বারবুডার নাগরিকত্ব পান চোকসি৷ ২০১৮ সালের জানুয়ারি মাস থেকে ক্যারবিয়ান দ্বীপপুঞ্জের দেশটিতে বসবাস শুরু করেন তিনি৷
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের থেকে ঋণ হিসেবে ১৩৫০০ কোটি টাকা শোধ না করেই বিদেশে গা ঢাকা দিয়েছেন মেহুল চোকসি এবং তাঁর আত্মীয় নীরব মোদি৷ যার ফলে তাঁদের খুঁজছে সিবিআই৷ দেশে ফিরিয়ে আনার চেষ্টাও চলছে৷
এই মুহূর্তে লন্ডনের জেলে বন্দি রয়েছেন নীরব মোদি৷ ভারতে প্রত্যার্ণণের বিরোধিতায় মামলা লড়ছেন তিনি৷ ইতিমধ্যেই বেশ কয়েকবার তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।