Home /News /international /
Bangladesh Fire: বাংলাদেশে জুস কারখানায় বিধ্বংসী আগুন, মৃত অন্তত ৫২, এখনও নিখোঁজ বহু

Bangladesh Fire: বাংলাদেশে জুস কারখানায় বিধ্বংসী আগুন, মৃত অন্তত ৫২, এখনও নিখোঁজ বহু

বাংলাদেশের রূপগঞ্জের কারখানায় আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা৷ Photo- Reuters

বাংলাদেশের রূপগঞ্জের কারখানায় আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা৷ Photo- Reuters

বৃহস্পতিবার দুপুর নাগাদ ওই কারখানার বহুতল ভবনটিতে আগুন লাগে (Bangladesh Fire)৷ আগুন নিয়ন্ত্রণে আসার পর এ দিন তল্লাশি চালিয়ে কারখানাটির চারতলা থেকে অন্তত ৪৯ জনের দেহ উদ্ধার করা হয়৷

 • Share this:

  #নারায়ণগঞ্জ: বাংলাদেশের নারায়গঞ্জের রূপগঞ্জের একটি খাদ্য প্রক্রিয়াকরণ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫২ জনের মৃত্যু হল৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা বাংলাদেশের পুলিশ এবং দমকল বিভাগ৷

  বৃহস্পতিবার দুপুর নাগাদ ওই কারখানার বহুতল ভবনটিতে আগুন লাগে৷ আগুন নিয়ন্ত্রণে আসার পর এ দিন তল্লাশি চালিয়ে কারখানাটির চারতলা থেকে অন্তত ৪৯ জনের দেহ উদ্ধার করা হয়৷ এখনও কারখানার পঞ্চম এবং ষষ্ঠ তলে পৌঁছতে পারেনি উদ্ধারকারী দল৷ ওই দুই তলে কারখানার আরও বহু কর্মীর দগ্ধ মৃতদেহ আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ এখনও পর্যন্ত তিরিশ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে৷

  আগুন লাগার পর বৃহস্পতিবার রাতে কারখানার ছাদ থেকে পঁচিশ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়৷ কিন্তু অধিকাংশ কর্মীই কারখানার ছাদে পৌঁছতে পারেননি৷ কারণ চারতলার সিঁড়ির দরজা বন্ধ ছিল বলে জানিয়েছেন বাংলাদেশের দমকল বিভাগের ডেপুটি ডিরেক্টর দেবাশিস বর্ধন৷ ফলে কারখানার ভিতরেই অগ্নিদগ্ধ হতে হয় বহু শ্রমিককে৷

  পুলিশের তরফে জানানো হয়েছে, অনেক দেহই এমন বিশ্রী ভাবে পুড়ে গিয়েছে যে সেগুলি ডিএনএ পরীক্ষা ছাড়া শনাক্ত করা অসম্ভব৷ নিখোঁজ কর্মীদের পরিজনেরা কারখানার বাইরে ভিড় করেছেন৷ কারখানা কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়েছে, গ্যাস লাইন লিক অথবা শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে৷

  Published by:Debamoy Ghosh
  First published:

  Tags: Bangladesh, Fire

  পরবর্তী খবর