ইসলামাবাদ: আফগানিস্তান হোক কিংবা পাকিস্তান ৷ এই দুই দেশেই সন্ত্রাসের কোনও বিরতি নেই ৷ বোমা বিস্ফোরণ, গুলি চলা যেন রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে ৷ বুধবার পাকিস্তানে একটি বাসে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হল ১০ জনের ৷ মৃতদের মধ্যে বেশ কয়েকজন চিনা ইঞ্জিনিয়ারও রয়েছেন, বলে জানা গিয়েছে ৷
#BREAKING 10 killed, including 6 Chinese nationals, in Pakistan bus blast: officials pic.twitter.com/hpl88u4JCC
— AFP News Agency (@AFP) July 14, 2021
উত্তর পাকিস্তানে এদিন এই হামলা ঘটে। জঙ্গিরা একটি সেনা বাসকে টার্গেট করে বোমায় উড়িয়ে দেয় সেটিকে ৷ আইইডি বিস্ফোরণই ঘটানো হয়েছিল বলে জানা গিয়েছে ৷ ফলে বিস্ফোরণের তীব্রতাও ছিল যথেষ্ট ৷ ৬ জন চিনা ইঞ্জিনিয়ার-সহ মোট ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ তাঁদের অধিকাংশের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ৷
Bus blast kills eight, including six Chinese engineers in Pakistan's Khyber Pakhtunkhwa province, reports @Reuters. One Chinese engineer missing. The bus was carrying over 30 Chinese engineers to the site of the Dasu dam. https://t.co/onxFwIQnUJ pic.twitter.com/DqvbXaPQzz
— Shiv Aroor (@ShivAroor) July 14, 2021
ওই চিনা ইঞ্জিনিয়াররা দাসু বাঁধে কাজ করছিলেন। বাসটিতে কমপক্ষে ৩০ জন ইঞ্জিনিয়ার ও শ্রমিক ছিলেন বলে সংবাদসংস্থা এএফপি সূত্রে খবর। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এই বিস্ফোরণের ঘটনায় পাকিস্তানের আধাসামরিক বাহিনীর দু’জন সদস্যেরও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Pakistan