• Home
 • »
 • News
 • »
 • international
 • »
 • Just Mask: খালি শরীরে সাইকেল চড়ছেন মহিলা-পুরুষ, মুখে শুধু মাস্ক! দেখুন মেক্সিকো সিটির ছবি

Just Mask: খালি শরীরে সাইকেল চড়ছেন মহিলা-পুরুষ, মুখে শুধু মাস্ক! দেখুন মেক্সিকো সিটির ছবি

খালি শরীরেই শহর দাপিয়ে বেড়াচ্ছেন মহিলা-পুরুষ সকলে৷ মেক্সিকো স্টিটর এই ছবি৷

খালি শরীরেই শহর দাপিয়ে বেড়াচ্ছেন মহিলা-পুরুষ সকলে৷ মেক্সিকো স্টিটর এই ছবি৷

খালি শরীরেই শহর দাপিয়ে বেড়াচ্ছেন মহিলা-পুরুষ সকলে৷ মেক্সিকো স্টিটর এই ছবি৷

 • Share this:

  #মেক্সিকো সিটি: শরীরে নেই একটা সুতোও৷ শুধু মুখে রয়েছে মাস্ক! সাইকেল আরোহীদের প্রয়োজন নেই কোনও শার্ট, প্যান্ট বা স্কার্টের৷ এমনকী অন্তর্বাসও ত্যাগ করেছেন এই দল৷ তবে করোনা পরিস্থিতিতে নগ্ন হয়েও মুখ ঢেকেছেন মাস্কে৷ তাই খালি শরীরেই শহর দাপিয়ে বেড়াচ্ছেন মহিলা-পুরুষ সকলে৷ মেক্সিকো স্টিটর এই ছবি৷

  বার্ষিক ফিলি নেকেড বাইক রাইড জানিয়েছে যে এ বছর অগাস্ট ২৮-এ যে অনুষ্ঠানটি তাদের হবে, তাতে শুধুমাত্র মাস্কই প্রয়োজন৷ করোনাভাইরাসের জন্য যে বিধিনিষেধ, তা বিবেচনা করেই এই সিদ্ধান্ত৷

  করোনা ভ্যাকসিন প্রক্রিয়া শুরু হওয়ার পর কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে অতিমারী৷ প্রতিদিনের সংক্রমণের সংখ্যাও কমছে৷ মোটের উপর এমনই পরিসংখ্যান গত এক সপ্তাহের৷ তবে অনুষ্ঠানের আয়োজকরা কোনও ঝুঁকি নিতে চান না বলেই এই সাইকেল রাইডে মাস্ক আবশ্যিক বলে জানিয়েছেন৷ প্রধান উদ্যোগতা ওয়েসলি নুনান সেসা জানিয়েছেন পরবর্তী পরিস্থিতির উপর নজর রাখছি, যেমন করোনা পরিস্থিতি হবে, সেই অনুসারে বাড়তি সতর্কতা নেওয়া হবে৷

  যারা এই সাইকেল চালানোর অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, তারা এক জায়গায় জমা হন৷ সেখানেই সকলে সকলের জামা কাপড় খুলে ফেলেন৷ একে অপরের শরীরে নানা রকমের আঁকি-বুঁকি করেন৷ তারপর চড়েন সাইকেলে৷ প্রায় হাজার জন জমায়েত হন এই সাইকেল রাইডে অংশ নিতে৷ এমন নগ্ন হয়ে সাইকলে চালানোর পিছনে একটি উদ্দ্যেশ্য রয়েছে৷ শরীরের গুরুত্ব, সাইকেল আরোহীদের নিরাপত্তা, জীবাশ্ম জ্বালানীর উপর মানুষের নির্ভরশীলতার প্রতিবাদে আয়োজন করা হয় সাইকেল রাইডের৷

  প্রায় ১৬ কিলোমিটার রাস্তা অতিক্রম করেন সাইকেল আরোহীরা৷ ইন্ডিপেনডেন্স হল, দা লিবার্টি বেল এবং ফিলাডেলফিলায়া মিউজিয়াম অব আর্টস ঘোরেন সব সাইকেল আরোহী৷

  গত বছর করোনার বাড়বাড়ন্তের জন্য বন্ধ ছিল এই সাইকেল রাইড৷ তবে সেই নিয়ে কোনও আক্ষেপ নেই উদ্যোগতাদের৷ উল্টে তারা বলছেন যে, ২০২০ এই অনুষ্ঠান বন্ধ রাখা, সব থেকে সঠিক সিদ্ধান্ত হয়েছে৷

  Published by:Pooja Basu
  First published: