#মেক্সিকো সিটি: প্রেমে পড়লে মানুষ কী না করতে পারে! প্রেমিকার সঙ্গে 'চোরি-চোরি, চুপকে-চুপকে' পরকীয়া চালানোর জন্য দীর্ঘ সুড়ঙ্গও খুঁড়ে ফেলতে পার! এমনিই এক তাজ্জব ঘটনার সাক্ষী থাকল মেক্সিকো৷
মেক্সিকোর ভিলা দেল প্রাদোর বাসিন্দা আলবের্তো৷ তিনি পেশায় নির্মাণ কর্মী৷ লোকচক্ষুর আড়ালে নিভূতে প্রেম চালিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজের বাড়ি থেকে বিবাহিতা প্রেমিকা পামেলার বাড়ি পর্যন্ত দীর্ঘ সুড়ঙ্গ খুঁড়েছিলেন৷ দীর্ঘদিন এভাবেই 'আন্ডারগ্রাউন্ড লাভ চলছিল তাঁদের'৷ কিন্তু তাঁদের গোপন প্রেমটি আর গোপন থাকল না৷ পামেলার স্বামী হাতে-নাতে ধরে ফেলেন নিজের স্ত্রী ও আলবের্তোকে৷
আলবের্তো জর্জকে অনুরোধ করেছিলেন যে, তিনি যেন এই বিষয়টি তাঁর স্ত্রী’কে না জানায়। এরপরে জর্জ এবং আলবার্তোর এই নিয়ে এক প্রস্থ হাতাহাতি হয়। ঘটনাটি নিয়ে পুলিশের কাছেও মামলা দায়ের করা হয়েছে। এদিকে গোপন সুড়ঙ্গের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার মাত্রই খবরটি দ্রুত প্রচারিত হয়।