ঢাকা: মঙ্গলবার বিকালে ঢাকার গুলিস্তান কেঁপে উঠল ভয়াবহ বিস্ফোরণে। নিমেষে গোটা বিল্ডিং পরিণত হয় ধ্বংসস্তুপে। অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কেন এই বিস্ফোরণ তা খতিয়ে দেখা হচ্ছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে উলটো দিকে দাঁড়িয়ে থাকা একটি বাসও ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্রের খবর, নর্থ সাউথ রোডের একটি ভবনে সাততলা বিস্ফোরণ হয়েছে। নীচের দুটি তলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কেউ ষড়যন্ত্র করে বিস্ফোরণ ঘটিয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে৷ মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। আহত হয়েছেন প্রায় ১০০ জন। ঢাকা মেডিক্যাল কলেজে আহতদের আনা হচ্ছে।
আরও পড়ুন- গাড়ি তো নয়, যেন খাঁটি লোহা! পারিবারিক ছুটিতে যাওয়ার জন্য একেবারে আদর্শ টাটার এই চারচাকা
আহতদের মধ্যে অনেকের অবস্থাই গুরুতর। ঘটনার পরেই বাংলাদেশ ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারের কাজ শুরু করেন। জানা যাচ্ছে বিআরটিসির বাস কাউন্টারের পাশের একটি ৭ তলা বাড়ির নীচের তলায় বিস্ফোরক রাখা ছিল। প্রাথমিক ভাবে একে জঙ্গি হানার ঘটনা বলেই মনে করা হচ্ছে। এর আগে, গত শনিবার চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন লিমিটেডে বিস্ফোরণ ও আগুন লেগে এ পর্যন্ত সাত জন নিহত হয়েছেন। গোটা এলাকা নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Dhaka