#হেগ: নিউজিল্যান্ডের পর এবার নেদারল্যান্ডসে বন্দুকবাজের হামলা৷ নেদারল্যান্ডসের ইউট্রেক্ট শহরে ট্রামে উঠে এলোপাথাড়ি গুলি চালায় বন্দুবাজকরা৷ ঘটনায় বেশ কয়েকজনের জখম হওয়ার খবর পাওয়া গিয়েছে৷
পুলিশ সূত্রে খবর, ইউট্রেক্টের ২৪ অক্টোবরপ্লেইন ট্রামে উঠে হামলা চালায় বন্দুকবাজরা৷ ঘটনাস্থল ঘিরে ফেলা হয়েছে৷ তদন্ত শুরু করেছে পুলিশ৷ জখম ও আতঙ্কিতদের সাহায্যে এলাকায় নামানো হয়েছে কিছু ট্রমা হেলিকপ্টার৷
ঘটনার পর প্রকাশিত স্থানীয় কিছু ছবিতে দেখা যাচ্ছে একটি ব্রিজের কাছে পার্ক করা ট্রামটিকে মাস্কড, আর্মড পুলিশ ও জরুরিকালীন অ্যাম্বুলেন্স ঘিরে রেখেছে৷