corona virus btn
corona virus btn
Loading

মহিলা সাংসদের সামনেই বাসে হস্তমৈথুন যুবকের

মহিলা সাংসদের সামনেই বাসে হস্তমৈথুন যুবকের
photo: Representational image
  • Share this:

#লন্ডন: বাসে উঠে অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়লেন পাক বংশোদ্ভূত ব্রিটিশ সাংসদ নাজ শাহ৷ বাসের মধ্যেই তার সামনে হস্তমৈথুন করেন এক যুবক৷ পয়লা এপ্রিল সকাল ১০টা ৫০ নাগাদ লন্ডনের হোয়াইটহল পুলিশ স্টেশনে অভিযোগ জানান তিনি৷

বেলফোর্ড ওয়েস্ট থেকে নির্বাচিত লেবার পার্টির সাংসদ নাজ জানান, ঘটনাটি ঘটায় আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম৷ শরীর খারাপ লাগছিল৷ এর আগে কখনও এমন অপ্রীতিকর ঘটনার অভিজ্ঞতা হয়নি আমার৷ যেকোনও মহিলার কাছেই বিষয়টা খুবই অস্বস্তিকর৷

সোশ্যাল মিডিয়াতেও নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন নাজ৷ ৯০ শতাংশ ক্ষেত্রেই মহিলারা এই ধরনের ঘটনার অভিযোগ জানান না৷ তাই একটি ইউটিউব ভিডিও শেয়ার করে নাজ টুইট করেন, এমন কিছু ঘটে থাকলে অবশ্যই অভিযোগ জানান, ৬১০১৬-থে টেক্সট করে বা ১০১-এ ফোন করে জানান৷ ঘটনার তদন্ত করছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ৷

First published: April 13, 2019, 10:01 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर