Home /News /international /
৫৩ বছর পর নাকের মধ্যে থেকে বেরল প্রাচীন মুদ্রা! জানতেনই না ওই ব্যক্তি

৫৩ বছর পর নাকের মধ্যে থেকে বেরল প্রাচীন মুদ্রা! জানতেনই না ওই ব্যক্তি

৬ বছর বয়সে খেলার ছলে কয়েনটি নাকের মধ্যে ঢুকে গিয়েছিল । পরে সেটার কথা ভুলেই গিয়েছিলেন ওই ব্যক্তি ।

  • Last Updated :
  • Share this:

#রাশিয়া: পৃথিবীতে মাঝেমধ্যে এমন এমন সব অদ্ভুত ঘটনা ঘটে যা ব্যখ্যা করে বোঝানোই দায় । যেমন ঘটেছে রাশিয়ার এক জৈনিক ব্যক্তির সঙ্গে । তিনি বুঝতেই পারেননি নিজের শরীরের ভিতর একটি ফরেন বডি বা বিজাতীয় বস্তুকে সঙ্গে নিয়ে ঘুরে বেরাচ্ছেন তিনি । আবার দু-এক বছর নয় । কাটিয়ে দিয়েছেন পাঁচ দশকেরও বেশি সময় ।

গত কয়েকদিন ধরেই শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল বছর তিপ্পান্নর ওই বৃদ্ধের । সে কারণেই চিকিৎসকের কাছে যান তিনি । পরীক্ষা করতে গিয়ে চিকিৎসকদেরও চক্ষুচড়কগাছ । দেখা যায় নাকের মধ্যে কোনও ধাতব বস্তু আটকে রয়েছে । এরপর ওই বৃদ্ধ’কে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, ওটি আসলে একটি বহু পুরনো কয়েন ।

যখন ৬ বছর বয়স ছিল তাঁর, তখন খেলতে খেলতে নাকের মধ্যে কয়েনটি ঢুকে গিয়েছিল । কিন্তু তাঁর মা এতই রাগী ছিলেন যে ভয়ে বাবা-মা’কে সে কথা বলতে পারেনি সেই খুদে বালক । তারপর সেই মুদ্রার কথা নিজেও ভুলে গিয়েছিলেন । নাকের সমস্যা হওয়ার পরেও তিনি বুঝতে পারেননি যে এর পিছনে আসল কালপ্রিট সেই কয়েনটি।

এরপর গত ২০ নভেম্বর চিকিৎসকরা ঠিক করেন এন্ডোস্কোপিক সার্জারি করা হবে বৃদ্ধর নাকে । সেই মতো লোকাল অ্যানাস্থেসিয়া করে অস্ত্রোপচার হয় । সফল অপারেশনের পর দেখা যায় ওই ধাতব বস্তুটি আসলে একটি কয়েন । যার গায়ে বহু বছর ধরে নাকের ময়লা জমতে থাকায় শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল বৃদ্ধের । নাকের মধ্যে থেকে কয়েক বেরতে দেখে বৃদ্ধের ছোটবেলার সেই কথা মনে পড়ে ।

Published by:Simli Raha
First published:

Tags: Coin, Surgery