corona virus btn
corona virus btn
Loading

মাস্ক পরে সকালে জগিং, ফুসফুস ফেটে একাকার কাণ্ড যুবকের!

মাস্ক পরে সকালে জগিং, ফুসফুস ফেটে একাকার কাণ্ড যুবকের!
Representative Image

এই মাস্কই হল কাল৷ এরফলে দৌড়নোর সময় ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারতেন না৷ তাই এই ভয়ঙ্কর পরিণতি৷

  • Share this:

#ইউহান: করোনাভাইরাসের আতঙ্কের মধ্যেই ফের নির্মম ঘটনার সাক্ষী থাকল চিনের ইউহান প্রদেশ৷ প্রতিদিনের মতোই সকালে জগিং করতে বেরিয়েছিলেন ২৬ বছরের এক যুবক৷ মুখে মাস্ক, সামাজিক দূরত্ব, নিয়ম মানায় কোনও ত্রুটি ছিল না৷ এভাবে প্রায় আড়াই মাইল মত জগিং করেন তিনি৷ তারপর হঠাৎ নিঃশ্বাসে সমস্যা অনুভূত হয়৷ তড়িঘড়ি ভর্তি করা হয় হাসপাতালে৷ অবস্থা এতটাই সঙ্গীন হয়ে পড়ে তাঁর অবস্থা যে তাঁর অস্ত্রোপচার করতে হয়৷ আপাতত যুবকের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল৷

যুবকের নাম জ্যাং পিং৷ জানা গিয়েছে, তাঁর ফুসফুসের ৯০ শতাংশ বিকল হয়ে গিয়েছে৷ দৌড়ানোর সময় মুখে মাস্ক পরে থাকায় সমস্যা বেড়েছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা৷ এবং তিনি তিনি নিউমো থোরাক্সে ভুগছেন বলেও জানানো হয়েছে৷

যুবক জানিয়েছেন যে ২ সপ্তাহ আগে দৌড় শুরু করেন তিনি৷ শুরুর দিকে কম দূরত্ব দৌড়লেও, ধীরে ধীরে তিনি বেশি মাত্রায় জগিং শুরু করেন৷ সঙ্গে করোনার ভয় মুখে মাস্ক পরেই দৌড়তেন তিনি৷ আর এই মাস্কই হল কাল৷ এরফলে দৌড়নোর সময় ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারতেন না৷ তাই এই ভয়ঙ্কর পরিণতি৷

Published by: Pooja Basu
First published: May 14, 2020, 9:12 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर