#কলকাতা: মাঠে চলছিল ফুটবল ম্যাচ৷ প্রেমিকাকে নিয়ে সেই ম্যাচ দেখতে গিয়েছিলেন যুবক৷ ইকুয়েডরে বারসেলোনা এসসি আর ডেলফিনের ম্যাচের মাঝে সেই প্রেমিকাকে চুমু খেয়ে ঝড় তুললেন তিনি৷ টিভিতে সেই ছবি ধরা পড়তেই ঝটপট ঠোঁট থেকে ঠোঁট সরিয়ে নেন তিনি৷ লাইভ এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল হয়েছে৷
যুবকের পরিচয়ও জানা গিয়েছে৷ তার নাম দেইভি আনদ্রাদে৷ তার পাশে বসে থাকা মেয়েটির ঠোঁটে ঠোঁট রাখা মাত্রই টিভি ক্যামেরা তাদের তাক করে৷ ব্যাপারটা বুঝতে পেরে, নিমেষে মুখ ঘুরিয়ে নেন দেইভি৷ জানা গিয়েছে যে বাড়িতে তার বউ রয়েছে৷ এবং তাকে ঠাকাচ্ছিলেন তিনি৷ ভিডিও চারিদিকে ছড়িয়ে পড়তেই নিজের ইনস্টাগ্রামে ক্ষমা চেয়ে নেন যুবক৷ তিনি লেখেন যে আমি আবেগে ভেসে গিয়েছিলাম৷ তাই পাশে বসা সুন্দরীকে দেখে নিজেকে ঠিক রাখতে পারিনি৷ চুমু খেতে গিয়ে ধরা পড়ে গেলাম৷ কিন্তু আমি আমার সঙ্গীতে ঠকাতে চাইনি৷ আমায় দয়া করে ক্ষমা কর৷ এই ভিডিও দেখে সঙ্গী তাকে ত্যাগ করেন৷ তাকে বারবার ফিরে আসতে অনুরোধ করেন যুবক৷
When you kiss your girlfriend, then realise you’re on tv and your wife could be watching
— Football Mumble (@football_mumble) January 19, 2020
pic.twitter.com/ifkvJGuwen
তিনি বারবার স্বীকার করে নিয়েছেন যে তিনি দোষী এবং তাকে ক্ষমা করা হোক৷ তবে তার সঙ্গী এই নিয়ে কোনও মন্তব্য করেননি৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Viral, Viral Video, ভাইরাল, ভাইরাল ভিডিও