corona virus btn
corona virus btn
Loading

সন্তানকে স্তন্যপান করাচ্ছেন বাবা, পুরুষ দিবসে এই ভিডিও দেখে প্রশংসায় ভাসল নেটদুনিয়া

সন্তানকে স্তন্যপান করাচ্ছেন বাবা, পুরুষ দিবসে এই ভিডিও দেখে প্রশংসায় ভাসল নেটদুনিয়া
  • Share this:

আজ আন্তর্জাতিক পুরুষ দিবস ৷ সকাল থেকেই নানারকম পোস্টে ভরে যাচ্ছে সোশ্যাল মিডিয়া ৷ জীবনের প্রতিটা পদক্ষেপে নারীরা যেমন গুরুত্বপূর্ণ, তেমনই পুরুষরাও ৷ আজকের এি সাম্যবাদী সমাজ সবাইকে সমান চোখে দেখতে শেখায় ৷ তবে সন্তানের কাছে তার মায়ের ভূমিকাটা সব সময়ই অনস্বীকার্য ৷ মা তাকে গর্ভে ধারণ করে এই পৃথিবীতে নিয়ে আসেন ৷ মায়ের কাছ থেকেই শিশু তার খাবার পায় ৷ মায়ের সেই কাজগুলো একজন বাবা কখনওই করতে পারেন না ৷ কিন্তু সন্তানকে ভোলানোর জন্য একজন বাবা যা করলেন তা দেখে চোখে জল আসবে আপনারও ৷ সম্প্রতি একটি ভিডিও শেয়ার হয়েছে ট্যুইটারে ৷ তাতে দেখা যাচ্ছে, নিজের সদ্যোজাত কন্যা সন্তানকে স্তন্যপান করাচ্ছেন বাবা ৷ আসলে সন্তানের মা কাজের জন্য বাইরে গিয়েছেন ৷ তাই সন্তানকে শান্ত রাখতে নিজের হাত বুকের কাছে ধরে সেটাই মেয়ের মুখে গুঁজে দিয়েছেন বাবা ৷ প্রকৃত বাবার ভালবাসা তো এমনই হয় ৷ সমস্ত বাবাদের পুরুষ দিবসের শুভেচ্ছা ৷

First published: November 19, 2019, 10:40 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर