#বেজিং: ব্যস্ত রাস্তার মধ্যেই নিজের স্ত্রীকে পেটাচ্ছেন স্বামী৷ মারের চোটে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঢলে পড়ছেন মহিলা৷ অথচ রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেও তাতে বাধা দিচ্ছেন না কেউ৷ চিনের শৌঝউ শহরের এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে৷ যে ভিডিও দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন, আশেপাশে অত মানুষ থাকলেও কেন কেউ এগিয়ে মারমুখী ওই ব্যক্তিকে আটকালেন না?
চিনের বিভিন্ন গণমাধ্যমেই এই ঘটনার ছবি ছড়িয়ে পড়ে৷ তার পর তা ভাইরাল হয়৷ জানা গিয়েছে শনিবার সকালে ওই ঘটনাটি ঘটে৷ ওই দম্পতি একটি ইলেক্ট্রিক স্কুটারে চড়ে যাওয়ার সময় একটি গাড়ির সঙ্গে তাদের ধাক্কা লাগে৷ এর পরই গন্ডগোলের সূত্রপাত৷ অভিযোগ, নিজের স্ত্রীর উপরে কোনও কারণে ক্ষুব্ধ হয়ে তাঁকে বেধড়ক মারধর করতে শুরু করে ওই ব্যক্তি৷
ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে, যেখানে এই ঘটনা ঘটছে তার চারপাশে পথচারী থেকে শুরু করে সাইকেল, মোটরসাইকেল আরোহী দাঁড়িয়ে রয়েছেন৷ অথচ মহিলাকে বাঁচাতে এগিয়ে আসেননি কেউ৷ ভিডিও দেখে অনেকেই প্রশ্ন করেছেন, ওই ব্যক্তির কাছে কোনও অস্ত্র না থাকা সত্ত্বেও কেন কেউ মহিলার সাহায্যে এগিয়ে গেলেন না?
পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্ত ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে৷ গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে৷ চিনের সমাজকর্মীদের অনেকেরই অভিযোগ, সেদেশে প্রায়শই পারিবারিক হিংসার ঘটনাকে উপেক্ষা করা হয়৷ পারিবারিক হিংসার ঘটনায় লাগাম পরাতে ২০১৫ সালে কড়া আইন নিয়ে এসেছিল চিন৷ এই আইন অনুযায়ী পারিবারিক হিংসাকে ফৌজদারি অপরাধ হিসেবে ঘোষণা করা হয়৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।