#ব্রাজিল: করোনা মোকাবিলায় প্রায় গোটা বিশ্বে লকডাউন। সংক্রমণ রুখতে গৃহবন্দি থাকা ছাড়া উপায় নেই! কাজ চালিয়ে যাওয়ার একমাত্র উপায় 'ওয়ার্ক ফ্রম হোম' অর্থাৎ, বাড়ি থেকেই অফিসের কাজকর্ম করা ! ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমেই হচ্ছে যাবতীয় মিটিং-বৈঠক-আলোচনা-পর্যালোচনা! বাড়ি থেকে কাজকর্ম করে করোনাকে জব্দ করা যাচ্ছে ঠিকই, কিন্তু বিপত্তিও কিছু কম হচ্ছে না!
সম্প্রতি 'ওয়ার্ক ফ্রম হোম' করতে গিয়ে হাসির খোড়াক হলেন এক উদ্যোগপতি! ব্রাজিলের সাওঁ পাওলোর Federation of Industries of the State-এর প্রেসিডেন্ট পাওলো স্কাফ একটি ভার্চুয়াল মিটিংয়ের আয়োজন করেছিলেন। আলোচনায় অংশ নিয়েছিলেন বিশিষ্ট কয়েকজন আধিকারিক ও উদ্যোগপতি। আর সেখানেই ঘটল বিপত্তি! জুম অ্যাপে চলা সেই মিটিংয়ে ব্রাজিলের রাষ্ট্রপতি জায়ের বোলসোনারো-র সামনে এক উদ্যোগপতি সম্পূর্ণ নগ্ন অবস্থায় চলে আসেন। জানা যায়, স্নান করার সময় তিনি ভিডিও কলটি বন্ধ করতে ভুলে গিয়েছিলেন ! তবেই বুঝুন কাণ্ড!
ভিডিও কল চলাকালীন খোদ রাষ্ট্রপতিই সেই নগ্ন ব্যাক্তিকে ইঙ্গিত করে দেখান। পাওলো স্কাফ-কে বলেন, '' পাওলো বাঁ দিকের ছোট চৌকোয় যিনি আছেন, তিনি ঠিক আছেন তো ?'' রাষ্ট্রপতি এও বলেন, '' দুর্ভাগ্যজনক যে আমরা ব্যক্তিকে ওই অবস্থায় দেখলাম... ছবিটা কাঁপা কাঁপা ছিল, কিন্তু তাও দেখেছি!''
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Work From Home