নয়াদিল্লি: করোনার দ্বিতীয় ঢেউইয়ের ধাক্কায় একসময় বিপর্যস্ত ভারত ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে ৷ আন্তর্জাতিক রুটে বিমান চলাচল এখনও স্বাভাবিক না হলেও বিভিন্ন দেশ ধীরে ধীরে ভারতীয় পর্যটকদের জন্য নিজেদের দরজা খুলছে বলেই খবর ৷ ভারতীয়দের অত্যন্ত পছন্দের বেড়ানোর ডেস্টিনেশন মলদ্বীপ ৷ কোভিডের ধাক্কায় প্রায় মাস দু’য়েক বন্ধ থাকলেও ফের ভারত-সহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের পর্যটকদের জন্য ভিসা-অন-অ্যারাইভাল ব্যবস্থা চালু করছে মলদ্বীপ ৷
#Maldives will restart issuing of on arrival tourist visa starting 15th July to tourists travelling from South Asia. Tourists need a negative #PCR result to enter Maldives. Further details will follow accordingly. #VisitMaldives @visitmaldives
— Ministry of Tourism (@MoTmv) June 29, 2021
জানা গিয়েছে, আগামী ১৫ জুলাই থেকেই পর্যটকদের জন্য ভিসা অন অ্যারাইভাল ব্যবস্থা পুনরায় চালু করছে মলদ্বীপ ৷ পর্যটকদের এর জন্য লাগবে শুধু কোভিড পরীক্ষার নেগেটিভ রিপোর্ট ৷
এর পাশাপাশি আজ, ১ জুলাই থেকেই ওয়ার্ক ভিসা চালু করে দিয়েছে মলদ্বীপ ৷ যারা কর্মসূত্রে সে দেশে যাবেন, তাদের পৌঁছে কোয়ারেন্টাইনে থাকাটা বাধ্যতামূলক ৷ ভারতের পাশাপাশি বাংলাদেশ, ভূটান, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কার পর্যটকদের উপরও সে দেশে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছিল মলদ্বীপ ৷ কোভিড পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হওয়ায় এবার পর্যটকদের জন্য ভিসা ব্যবস্থা পুনরায় চালু করার সিদ্ধান্ত নিল মলদ্বীপ সরকার ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Maldives