• Home
 • »
 • News
 • »
 • international
 • »
 • ৭.৩ তীব্রতার ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউ গিনি, টের পাওয়া গেল ৩০০ কিমি দূর থেকে

৭.৩ তীব্রতার ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউ গিনি, টের পাওয়া গেল ৩০০ কিমি দূর থেকে

representative image

representative image

এই তীব্র ভূমিকম্পের পরই সমুদ্রে সুনামির সময়ের মতো ঢেউ আছড়ে পড়তে পারে বলে সতর্কতা জারি করেছে ইউএস প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার৷

 • Share this:

  কি#পাপুয়া নিউ গিনি: বড়সড় ভূমিকম্পে কেঁপে উঠল পাপুয়া ও নিউ গিনি৷ প্রাথমিক পাওয়া খবর অনুযায়ী, তীব্র ভূমিকম্পে কেঁপে পাপুয়া নিউ গিনির পূর্ব উপকূল৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৩৷

  ইউএস জিওলজিক্যাল সার্ভের দেওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বেলা ১২.৫০ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়৷ ওয়াও-এর পূর্ব- দক্ষিণ পূর্বের ১৮ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠ থেকে ৮৫ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎসস্থল ছিল৷ উৎসস্থল থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরেও মানুষ কম্পন টের পায়৷

  এই তীব্র ভূমিকম্পের পরই সমুদ্রে সুনামির সময়ের মতো ঢেউ আছড়ে পড়তে পারে বলে সতর্কতা জারি করেছে ইউএস প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার৷ কম্পনের উৎসস্থল ওয়াও-এর ৩০০ কিলোমিটারের মধ্যে উপকূলবর্তী এলাকাগুলির জন্য এই সতর্কতা জারি করা হয়েছে৷

  প্রাথমিক ভাবে সুনামির সতর্কতা জারি করা হলেও তা প্রত্যাহার করা হয়৷ তবে সুনামির সময়ের মতোই বিশালাকৃতির ঢেউ উপকূলবর্তী এলাকাগুলিতে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে৷ এখনও পর্যন্ত এই ভূমিকম্পের জেরে বড় কোনও ক্ষয়ক্ষতির খবর নেই৷ যেখানে এই ভূমিকম্প আঘাত হেনেছে, সেই ওয়াও শহরটি একসময় সোনার খনির জন্য বিখ্যাত ছিল৷ বর্তমানে এই শহরে প্রায় ৫০০০ মানুষের বাস৷ তবে দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউ গিনিতে ভূমিকম্প নতুন কিছু নয়৷

  Published by:Debamoy Ghosh
  First published: