corona virus btn
corona virus btn
Loading

নতুন কোনও করোনা আক্রান্তের সন্ধান মিলল না চিনে ! 'বড় সাফল্য', দাবি চিন সরকারের

নতুন কোনও করোনা আক্রান্তের সন্ধান মিলল না চিনে ! 'বড় সাফল্য', দাবি চিন সরকারের
representative image

জানুয়ারি মাসে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর এই প্রথম নতুন কোনও করোনা আক্রান্তের খোঁজ মিলল না চিনে

  • Share this:

#বেজিং, চিন: গোটা বিশ্বে করোনা হাহাকার! প্রথম করোনার সংক্রমণ দেখা দেয় চিনে। সেখান থেকে ক্রমশ ছড়িয়ে পড়ে গোটা পৃথীবিতে। যদিও চিন-ই প্রথম সংক্রমণ কমাতে সক্ষম হয়েছিল, কিন্তু তারপরও প্রতিদিনই মিলছিল নতুন করোনা আক্রান্তের হদিশ! কিন্তু শনিবার, কোনও নতুন করোনা আক্রান্তের খোঁজ মেলেনি চিনে। জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত এই প্রথম নতুন করে কেউ করোনা আক্রান্ত হল না চিনে। জিং পিং সরকার এই ঘটনাকে 'বড় সাফল্য' হিসেবে দেখছে।

জানুয়ারি মাসে চিনের ইউহানে প্রথম হানা দেয় করোনা সংক্রমণ। সে দেশের সরকারি তথ্য অনুযায়ী, করোনায় মৃতের সংখ্যা ৪৬৩৪। যদিও আমেরিকার দাবি, আক্রান্ত ও মৃতের সঠিক সংখ্যা জানাচ্ছে না চিন, যা জানিয়েছে তার থেকে আক্রান্ত ও মৃতের সংখ্যা, দুই-ই অনেক বেশি। যদিও এ'কথা মানতে নারাজ চিন। জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-র পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশকে সবসমসয় সব রকমের সাহায্য করেছে এবং করোনাভাইরাস সংক্রান্ত যাবতীয় তথ্য সবাইকে জানিয়েছে।

Published by: Rukmini Mazumder
First published: May 23, 2020, 10:37 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर