#মিনিয়াপোলিস: ৪২ দিনের লম্বা প্রতীক্ষা শেষ ৷ সারা পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্রের ভোট নিয়ে আগ্রহ ছিল ৷ তা বলে আগ্রহ এই পর্যায়ে যে আমেরিকায় সিনেমা হলে দেখানো হচ্ছে এই ফলাফলের সরাসরি সম্প্রচার ৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমর্থক এক আইটি প্রফেশানাল রমেশ নুনে এক স্পেশাল স্ক্রিনিংয়ের বিশেষ ব্যবস্থা করেছেন ৷ আমেরিকার সিনেমা হলে বিভিন্ন নিউজ চ্যানেলের লাইভ স্ট্রিমিং হচ্ছে ৷ মিনিসোটা ও মিনিয়াপোলিসে এই ভাবে দেখানো হচ্ছে এই লাইভ সম্প্রচার ৷
এই ঘিরে ভারতীয়দের মধ্যে আগ্রহও দারুণ ৷ একদম শুরুতেই ১৫০ টি টিকিট বিক্রি হয়ে গেছে ৷ গ্র্যান্ড ফিনালের টিকিটের দাম ১০০০ টাকা ৷ মার্কিন মুলুকের অর্থের হিসেবে ১৫ ডলার করে দাম টিকিটের ৷ আয়োজকের মতে এই লাইভ সম্প্রচারের খবর পাবলিক হতেই ভাইরাল হয়ে গেছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Election Commission, General Election 2019 Result, Live election result 2019, Lok Sabha Election 2019, Lok Sabha Elections Results 2019