#সিঙ্গাপুর: সিঙ্গাপুরের চিড়িয়াখানায় দারুণ হইহই৷ তাদের এক রুদ্ধশ্বাস প্রয়াস সাফল্য পেয়েছে৷ প্রজননের সময় মারা গিয়েছিল বাবা সিংহ৷ কিন্তু তারই শুক্রাণু থেকে কৃত্রিম উপায়ে প্রজননের মাধ্যমে জন্মাল নতুন সিংহ ছানা সিম্বা৷
সিংহদের ক্ষেত্রে কৃত্রিমভাবে প্রজনন খুবই অস্বাভাবিক৷ দক্ষিণ আফ্রিকায় প্রথমবার এইভাবে কৃত্রিম প্রজনন পদ্ধতিতে ২০১৮ সালে দুটি সিংহ ছানা হয়েছিল৷
সিঙ্গাপুরের চিড়িয়াখানায় জন্মালো সিম্বা৷ ডিজনির বিখ্যাত সিনেমা লায়ন কিং(The Lion King) এ যেমন বাবার নাম ছিল মুফাসা এখানে মৃত বাবা সিংহের নাম ছিল সেটাই৷ তাই সন্তানের নামও সেইভাবে মিলিয়ে রাখা হল সিম্বাই৷ মুফাসার শরীর অসুস্থ ছিল৷ তাই প্রজননের ধকল সামলাতে না পেরে সে মারা যায়৷
মুফাসা যখন বেঁচে ছিল তখন মিলনের জন্য তাকে প্রচুর কসরত করতে হত কিন্তু তারপরেও সে তা করতে পারত না৷ তাই তাঁকে নিষ্কৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া কষ্ট থেকে মুক্তি পাওয়ানোর জন্য৷
এদিকে মুফাসার রক্তে যাতে বজায় থাকে তাই তার শুক্রাণু বাঁচিয়ে রাখা হয়েছিল৷ চিড়িয়াখানার কর্মচারী জানিয়েছে তাঁকে অজ্ঞান করে তার সেমেন সংগ্রহ করে রাখা হয়েছিল৷ যাতে তার বংশের জিন থেকে যায়৷
গত বছর ২৩ অক্টোবর জন্মেছে সিম্বা৷ তার মায়ের নাম কায়লা৷ এদিকে সন্তান জন্মের পর ম্যামারি গ্ল্যান্ডে সমস্যা হওয়ায় সিম্বার খাওয়ার অসুবিধা হত৷ চিড়িয়াখানার কর্মীরাই ছোট সিম্বাকে খাওয়াতেন৷
চিড়িয়াখানার সিনিয়র আধিকারিক জানিয়েছেন ছোটবেলায় মা যদি সন্তানকে না পায় তাহলে আর গ্রহণ করে না৷ তাই এই সিদ্ধান্ত খুব সাহসী ছিল৷ কিন্তু কায়লা -র সঙ্গে চিড়িয়াখানার কর্মীদের সম্পর্ক খুব ভালো৷ তাই তাদেরবিশ্বাস করে ও ওর সন্তানকে ছেড়েছিল৷
এদিকে মুফাসা আফ্রিকান সিংহ ছিল৷ তার জিন বাঁচিয়ে রাখার জন্য এই ধরণের পরীক্ষামূলক পথে হেঁটে এখন সাফল্যের ছোঁওয়া সিঙ্গাপুরের চিড়িয়াখানায়৷