• Home
 • »
 • News
 • »
 • international
 • »
 • প্রজনেনর সময়েই বাবা মৃত, কিন্তু তারই শুক্রাণু থেকে জন্মালো খুদে সিংহ ছানা সিম্বা, দেখুন

প্রজনেনর সময়েই বাবা মৃত, কিন্তু তারই শুক্রাণু থেকে জন্মালো খুদে সিংহ ছানা সিম্বা, দেখুন

শারীরিক অসুস্থতার জন্য মিলন করতে চাইলেও মিলন করতে পারত না সিম্বার বাবা!

শারীরিক অসুস্থতার জন্য মিলন করতে চাইলেও মিলন করতে পারত না সিম্বার বাবা!

শারীরিক অসুস্থতার জন্য মিলন করতে চাইলেও মিলন করতে পারত না সিম্বার বাবা!

 • Share this:

  #সিঙ্গাপুর: সিঙ্গাপুরের চিড়িয়াখানায় দারুণ হইহই৷ তাদের এক রুদ্ধশ্বাস প্রয়াস সাফল্য পেয়েছে৷ প্রজননের সময় মারা গিয়েছিল বাবা সিংহ৷ কিন্তু তারই শুক্রাণু থেকে কৃত্রিম উপায়ে প্রজননের মাধ্যমে জন্মাল নতুন সিংহ ছানা সিম্বা৷

  সিংহদের ক্ষেত্রে কৃত্রিমভাবে প্রজনন খুবই অস্বাভাবিক৷ দক্ষিণ আফ্রিকায় প্রথমবার এইভাবে কৃত্রিম প্রজনন পদ্ধতিতে ২০১৮ সালে দুটি সিংহ ছানা হয়েছিল৷

  সিঙ্গাপুরের চিড়িয়াখানায় জন্মালো সিম্বা৷ ডিজনির বিখ্যাত সিনেমা লায়ন কিং(The Lion King) এ যেমন বাবার নাম ছিল মুফাসা এখানে মৃত বাবা সিংহের নাম ছিল সেটাই৷ তাই সন্তানের নামও সেইভাবে মিলিয়ে রাখা হল সিম্বাই৷ মুফাসার শরীর অসুস্থ ছিল৷ তাই প্রজননের ধকল সামলাতে না পেরে সে মারা যায়৷

  মুফাসা যখন বেঁচে ছিল তখন মিলনের জন্য তাকে প্রচুর কসরত করতে হত কিন্তু তারপরেও সে তা করতে পারত না৷ তাই তাঁকে নিষ্কৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া কষ্ট থেকে মুক্তি পাওয়ানোর জন্য৷

  এদিকে মুফাসার রক্তে যাতে বজায় থাকে তাই তার শুক্রাণু বাঁচিয়ে রাখা হয়েছিল৷ চিড়িয়াখানার কর্মচারী জানিয়েছে তাঁকে অজ্ঞান করে তার সেমেন সংগ্রহ করে রাখা হয়েছিল৷ যাতে তার বংশের জিন থেকে যায়৷

  গত বছর ২৩ অক্টোবর জন্মেছে সিম্বা৷ তার মায়ের নাম কায়লা৷ এদিকে সন্তান জন্মের পর ম্যামারি গ্ল্যান্ডে সমস্যা হওয়ায় সিম্বার খাওয়ার অসুবিধা হত৷ চিড়িয়াখানার কর্মীরাই ছোট সিম্বাকে খাওয়াতেন৷

  চিড়িয়াখানার সিনিয়র আধিকারিক জানিয়েছেন ছোটবেলায় মা যদি সন্তানকে না পায় তাহলে আর গ্রহণ করে না৷ তাই এই সিদ্ধান্ত খুব সাহসী ছিল৷ কিন্তু কায়লা -র সঙ্গে চিড়িয়াখানার কর্মীদের সম্পর্ক খুব ভালো৷ তাই তাদেরবিশ্বাস করে ও ওর সন্তানকে ছেড়েছিল৷

  এদিকে মুফাসা আফ্রিকান সিংহ ছিল৷ তার জিন বাঁচিয়ে রাখার জন্য এই ধরণের পরীক্ষামূলক পথে হেঁটে এখন সাফল্যের ছোঁওয়া সিঙ্গাপুরের চিড়িয়াখানায়৷

  Published by:Debalina Datta
  First published: