Home /News /international /

স্ট্যাচু অফ লিবার্টি-র উপরে আছড়ে পড়ল বাজ, ভাইরাল ভিডিও

স্ট্যাচু অফ লিবার্টি-র উপরে আছড়ে পড়ল বাজ, ভাইরাল ভিডিও

'স্ট্যাচু অফ লিবার্টি'-র উপরে আছড়ে পড়ল বাজ৷ PHOTO- TWITTER

'স্ট্যাচু অফ লিবার্টি'-র উপরে আছড়ে পড়ল বাজ৷ PHOTO- TWITTER

ট্যুইটারে শেয়ার হওয়ার পর থেকে এই ভিডিওটির ২০ লক্ষ ভিউ হয়েছে ৷

 • Share this:

  #নিউইয়র্ক: স্ট্যাচু অফ লিবার্টি-র উপরে আছড়ে পড়ল বাজ ৷ সেই মুহূর্তের ভিডিও ক্যামেরাবন্দিও করে ফেললেন একজন৷ ২১ সেকেন্ডের সেই ভিডিও এখন ইন্টারনেটে রীতিমতো ভাইরাল ৷

  বুধবার বিকেলে নিউ ইয়র্কে ব্যাপক ঝড়বৃষ্টি হয়৷ সেই সময়ই এই দৃশ্যটি ক্যামেরাবন্দি করা হয়৷ ভিডিও-তে দেখা যাচ্ছে, স্ট্যাচু অফ লিবার্টি-র উপরে আকাশে ঘন, কালো মেঘ জমা হয়েছে৷ আচমকাই স্ট্যাচু অফ লিবার্টি-র পিছন দিকে একটি বাজ আছড়ে পড়ে৷

  অনেকেই বুধবার বিকেলের ঝড়বৃষ্টির ছবি ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন৷ কিন্তু আসল মুহূর্তটি ধরা পড়েছে মাইকি সি নামে এক ব্যক্তির ক্যামেরায়৷ এলিস আইল্যান্ডের একটি উঁচু স্তম্ভ থেকে ওই মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন তিনি৷ ট্যুইটারে তিনি নিজেই লিখেছেন, এটিই তাঁর জীবনে ক্যামেরায় তোলা সেরা মুহূর্ত৷

  ট্যুইটারে শেয়ার হওয়ার পর থেকে এই ভিডিওটির ২০ লক্ষ ভিউ হয়েছে৷ পাশাপাশি, সাড়ে সতেরো হাজার বার সেটি রিট্যুইট করা হয়েছে৷

  ট্যুইটারে এই ভিডিও দেখে অনেকেই চিত্রগ্রাহকের প্রশংসা করেছেন৷ তাঁকে ভাগ্যবান বলেও মন্তব্য করেছেন কেউ কেউ৷ একজন আবার লিখেছেন, 'অন্য কোনও বছর হলে এই দৃশ্যটিই অনবদ্য মনে হতো৷ কিন্তু ২০২০ সালে মনে হচ্ছে এটা কোনও অশুভ ইঙ্গিত৷'

  Published by:Debamoy Ghosh
  First published:

  Tags: New York, Statue of Liberty

  পরবর্তী খবর