Home /News /international /
সমুদ্র সৈকতে দুই যুগ পর দেখা মিলল বিরল প্রজাতির লেদারব্যাক কচ্ছপের ! ভাইরাল ভিডিও

সমুদ্র সৈকতে দুই যুগ পর দেখা মিলল বিরল প্রজাতির লেদারব্যাক কচ্ছপের ! ভাইরাল ভিডিও

photo source collected

photo source collected

প্রায় দুই যুগ পড়ে আবার সমুদ্র সৈকতে রোদ পোহাতে এল এই বিরল প্রজাতির কচ্ছপ।

 • Share this:

  #থাইল্যান্ড: বিশ্বজুড়ে করোনা ভাইরাসের আতঙ্ক। মানুষ গৃহ বন্দি হয়ে রয়েছেন সারা বিশ্বে। আর এই সুযোগে ঘটছে কিছু বিরল ঘটনা। মানুষের জন্য থাইল্যান্ডের সমুদ্র সৈকত সব সময় ব্যস্ত থাকত। এক সময় এই সমুদ্র সৈকতে দেখা মিলত লেদারব্যাক কচ্ছপের। এই বিরল প্রজাতির কচ্ছপের খোলসটি চামড়ার। এই সমুদ্র সৈকতে আগে প্রায়ই দেখা পাওয়া যেত এদের। কিন্তু অতিরিক্ত মানুষের ভিড়ে হারিয়ে গিয়েছিল এরা।

  প্রায় দুই যুগ পড়ে আবার সমুদ্র সৈকতে রোদ পোহাতে এল এই বিরল প্রজাতির কচ্ছপ।  এই ভিডিও ট্যুইটারে শেয়ার হতেই হইচই শুরু হয়। মুহূর্তে ভাইরাল হয় ভিডিও।

  Published by:Piya Banerjee
  First published:

  Tags: Rare turtle, Thailand beaches, Viral Video

  পরবর্তী খবর