জাপান: শীতকাল এমন একটা সময় যখন মানুষের মন মজে উৎসবে। পিঠে পুলি খাওয়া থেকে গায়ে গরম রোদ সেঁকা। ঠাকুমার আচার চুরি করে খাওয়া। রোদে বড়ি দেওয়া। আর নতুন নতুন জামা কাপড়ে সেজে ওঠা। সেই সঙ্গে কলকাতায় আছে বইমেলা। ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা। কত কিছুই না হয় গোটা শীতকাল জুড়ে।
তবে শুধু ভারতে নয় দেশের বাইরেও মানুষ এই সময়টায় মেতে ওঠে নানা উৎসবে। যেমন জাপানের মানুষ এই সময় মেতে ওঠেন ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতায়। কত রকমের ঘুড়ি যা সত্যি মাথা খারাপ করে দেয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে জাপানের মানুষ মেতে উঠেছেন ঘুড়ি ওড়ানোতে। ঘুড়ির রকমফের দেখলে অবাক হতে হয়। কত রকমেরই না ঘুড়ি ! এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Japan, Kite Festival, Viral Video