#কিটুই: কেনিয়ার ব্যবসায়ী, ডেনিস মুনো সন্দেহ করেছিলেন তাঁর স্ত্রীয়ের একাধিক সম্পর্ক রয়েছে৷ সেই কারণেই লুকিয়ে স্ত্রীয়ের ফোন দেখেছিলেন তিনি৷ পুলিশকে ডেনিস জানিয়েছেন, ফোনের মেসেজ দেখতে গিয়ে তিনি দেখেছিলেন, চারজনকে আলাদা করে অশ্লীল মেসেজ, নগ্ন ছবি পাঠিয়ে রেখেছেন স্ত্রী৷ এরপরেই অদ্ভুত এক কাণ্ড ঘটান ডেনিস৷ তাঁর অফিসের একটি সফর ছিল রাওন্ডায়৷ সেখানে যাওয়ার আগে সুপার গ্লু দিয়ে স্ত্রীয়ের যৌনাঙ্গ আটকে দিতে গিয়েছিলেন তিনি৷ যাতে স্ত্রী অন্য কোনও পুরুষের সঙ্গে সঙ্গমে লিপ্ত হতে না পারেন৷ ঘটনা নিয়ে পুলিশের কাছে সাফাই গেয়ে ডেনিস জানিয়েছেন, ‘আমার কিছুৃ করার ছিল না৷ আমি এখনও স্ত্রীকে ভালবাসি৷ আমি চাইনি আমাদের দাম্পত্য জীবনে ছেদ পড়ুক৷ আমি দেখেছি, বন্ধুদের নগ্ন ছবি পাঠিয়ে আমার স্ত্রী লিখেছেন, পরের সপ্তাহে আতশবাজি ফাটাবো৷’ এদিকে, এই ঘটনার পর ডেনিসের স্ত্রীয়ের শারীরিক অবস্থা খুবই খারাপ হয়ে যায়৷ অবস্থা এমন হয় যে শৌচকর্ম পর্যন্ত বন্ধ হয়ে যায় ডেনিসের স্ত্রীয়ের৷ পুলিশ ঘটনার পরেই ডেনিসকে গ্রেপ্তার করে, আদালতে হাজির করে৷ গার্হস্থ্য হিংসার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে ডেনিসের বিরুদ্ধে৷ অবশ্য তাঁর স্ত্রীর বিরুদ্ধেও অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার অভিযোগ দায়ের করা হয়েছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cheating