#নয়াদিল্লি: কাশ্মীর নিয়ে ট্রাম্পের মধ্যস্থতা প্রস্তাবে সায় দিল না ফ্রান্স । নরেন্দ্র মোদির ফ্রান্স সফরে তাঁর সঙ্গে আলোচনা হয় ফ্রান্সের রাষ্ট্রপতি ইম্যানুয়েল মাকরোঁর । কাশ্মীর নিয়ে ভারত-পাক দ্বিপাক্ষিক আলোচনা চায় ফ্রান্স, জানানো হয়েছে ফ্রান্স প্রশাসনের তরফ থেকে ।
কাশ্মীর প্রসঙ্গে ক্রমবর্ধমান ভারত-পাক দূরত্বের মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প । কিন্তু কাশ্মীর একটি দ্বিপাক্ষিক বিষয় ও একমাত্র দুই দেশের মধ্যে আলোচনা করাই সমস্যার সমাধান করা সম্ভব , এমনই জানিয়েছেন ইমানুয়েল মাকরোঁ।
পাশাপাশি কাশ্মীরে শান্তি বজায় রাখার আবেদনও জানিয়েছে ফ্রান্স । প্রসঙ্গত, শনিবার জি সেভেন বৈঠকে যোগ দেবেন মোদি তার আগেই মধ্যস্থতা প্রস্তাব দিয়েছেন ট্রাম্প । যদিও সেই প্রস্তাবে রাজি হয়নি নয়াদিল্লি ও মাকরোঁর মন্তব্যে ভারতের সিদ্ধান্তে কার্যত সিলমোহর ফ্রান্সের।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: France, Immanuel Macron, Kashmir, Narendra Modi