হোম /খবর /বিদেশ /
মোদির 'বালুচিস্তানি বোন' করিমা বালোচের রহস্য মৃত্যু

পাক সেনার বর্বরতার প্রতিবাদে মোদির 'বালুচিস্তানি বোন' করিমা বালোচের রহস্য মৃত্যু

পাক সেনার বর্বরতার প্রতিবাদে মোদির 'বালুচিস্তানি বোন' করিমা বালোচের রহস্য মৃত্যু

পাক সেনার বর্বরতার প্রতিবাদে মোদির 'বালুচিস্তানি বোন' করিমা বালোচের রহস্য মৃত্যু

বালুচিস্তানের ওপর পাক সেনা ও সরকারের নৃশংসতা নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবাদ করে আসছেন করিমা বালোচ৷ বালোচিস্তানের নারী আন্দোলনের মুখ ছিলেন তিনি৷ এই করিমারই টরন্টোতে মৃত্যু হল রহস্যজনক ভাবে৷

  • Last Updated :
  • Share this:

#টরন্টো: বালুচিস্তানের ওপর পাক সেনা ও সরকারের নৃশংসতা নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবাদ করে আসছেন করিমা বালোচ৷ বালোচিস্তানের নারী আন্দোলনের মুখ ছিলেন তিনি৷ এই করিমারই টরন্টোতে মৃত্যু হল রহস্যজনক ভাবে৷

গত রবিবার বিকেল তিনটের পর থেকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না করিমাকে৷ সাধারণের সাহয্য চেয়ে পুলিশ খোঁজাখুঁজিও শুরু করে৷ টরন্টো শহরের লেকশোর দ্বীপে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ৷ করিমার স্বামী হামাল হায়দার ও তাঁর ভাই করিমাকে সনাক্ত করেছে৷

কে বা কারা করিমার মৃত্যুর জন্য দায়ী তা এখনই নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না৷ একাধিক রহস্য দানা বেঁধেছে করিমার মৃত্যু ঘিরে৷ তাঁর এহেন পরিণতির জন্য পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই-কেও সন্দেহ করা হচ্ছে৷

বালুচিস্তানে অত্যন্ত জনপ্রিয় মুখ ছিলেন করিমা৷ ২০১৬ সালটা ছিল তাঁর জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ সে বছর পাকিস্তান থেকে পালিয়ে টরন্টোতে চলে আসেন তিনি৷ শরণার্থী হিসেবে থাকতে শুরু করেন৷ এই বছরই বিশ্বের ১০০ জন প্রভাবশালী মহিলার মধ্যে করিমাকে নির্বাচিত করেছিল বিবিসি।

ভারতীয়দের মনেও করিমা আলাদা একটা জায়গা করে নিয়েছিলেন৷ ২০১৬-তে রাখি পূর্ণিমার দিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভাই বলে ডেকেছিলেন তিনি৷ নিজেকে "মোদির বালুচিস্তানি বোন" বলে সম্বোধন করে একটি বিশেষ অনুরোধ করেছিলেন করিমা মোদির উদ্দেশ্যে একটি ভিডিও বার্তায় বলেছিলেন যে, তিনি মোদিকে নিজের দাদা বলে মনে করেন৷ রাখির এই বিশেষ দিনে তিনি চান, সে দেশের ভাই-বোনেরা যেন আর আলাদা না হয়ে যায়৷ বালুচিস্তানে ওপর পাক সেনার নরসংহারের কথা যেন মোদি সারা বিশ্বের কাছে তুলে ধরেন৷

শেষ ১৫ বছরে বালুচিস্তানের ওপর পাকিস্তানি সেনার বর্বরতা চরমে উঠেছে৷ সেখানে হাজার হাজার মহিলাকে তুলে নিয়ে গিয়ে পাক সেনার ধর্ষণ ও অঙ্গ বিক্রি করে দেওয়ার অভিযোগও রয়েছে৷ ভারতও এর তীব্র প্রতিবাদ জানিয়েছে৷ সুইৎজারল্যান্ডে রাষ্ট্রসংঘের অধিবেশনে বালোচ পাক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রশাসনের আগ্রাসনের ইস্যুতে সরব হয়েছিলেন৷ বালোচের মৃত্যুতে আন্তর্জাতিক মহলে আলোড়ন পড়ে গিয়েছে৷

Published by:Subhapam Saha
First published: