#লাহোর: শুক্রবার স্থানীয় সময় দুপুর ৩টে নাগাদ করাচি বিমানবন্দরের ঠিক আগেই জনবহুল একটি মডেল কলোনিতে ভেঙে পড়ে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি এয়ারবাস-৩২০ বিমান ৷ দুর্ঘটনায় ঠিক কত জনের মৃত্যু হয়েছে, তা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে বিভিন্ন তথ্য জানানো হচ্ছিল ৷ শেষপর্যন্ত সরকারি সূত্রে খবর, PIA-এর ওই বিমানে যাত্রী ও বিমানকর্মী মিলিয়ে মোট ৯৯ জন ছিলেন ৷ তাঁদের মধ্যে ৯৭ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে বিমানের ধ্বংসাবশেষ থেকে ৷ তবে দু’জন যাত্রী ওই বিমান দুর্ঘটনায় বেঁচে গিয়েছেন ৷ তাঁদের চিকিৎসা চলছে ৷
হাসপাতালে বিমান দুর্ঘটনায় বেঁচে যাওয়া এক যাত্রী বলেছেন, ‘‘প্রচণ্ড ধাক্কাটার পরেই যেন জ্ঞান ফিরে এল আমার। দেখলাম, চারদিকে আগুন, আর্তনাদ। সবাই তো বাঁচতে চাইছিল। সিটবেল্ট খুলে এগোতে এগোতে একটা আলো দেখলাম। তারপরেই লাফ দিয়ে বেরিয়ে এলাম বাইরে।’’
করাচির জনবহুল এলাকায় বিমানটি ভেঙে পড়েছিল বলে আরও বেশি সংখ্যায় মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছিল ৷ তবে এখনও পর্যন্ত খবর, স্থানীয় কেউ মারা যাননি।