#লন্ডন: সারে যাঁহা সে আচ্ছা হিন্দুস্থা হামারা ৷ লন্ডনের রাস্তায় ত্রিবর্ণ পাতাকার অবমাননা করছিলেন পাকিস্তান ও খলিস্তানের সমর্থকেরা ৷ সেই ভিড়ের মধ্যেই এক মহিলা সাংবাদিক প্রতিবাদ করেছিলেন জাতীয় পতাকার আব্রু রক্ষা করলেন তিনি ৷ মুহূর্তেই অবমাননাকারীদের হাত থেকে ভারতের জাতীয় পতাকা ছিনিয়ে নিয়েছিলেন ৷ মহিলা সাংবাদিকের এই পদক্ষেপে ঘরে বাইরে জয়জয়কার হয়েছে ৷
#WATCH: Journalist Poonam Joshi covering for ANI the #IndianIndependenceDay celebrations outside Indian High Commission in London,where Pro-Pak & Pro-Khalistan protests were also underway, snatches 2 torn parts of tricolour from Khalistan supporters who had seized it from Indians pic.twitter.com/Go7X2tVZXg
— ANI (@ANI) August 17, 2019
সোশ্যাল মিডিয়ায় এই বীরত্বের প্রশংসাও করা হয়েছে ৷ স্বাধীনতা দিবসের দিন ভারতীয় দূতাবাসের বাইরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মেতেছিলেন সাধারণ মানুষ ৷ সেই সময়েই জাতীয় পতাকা অবমাননা করে কয়েকজন ৷ পরে জানতে পারা গিয়েছে খলিস্তানি ও পাকিস্তানের অধিবাসী বা সমর্থকেরা ভারতীয় জাতীয় পতাকার অবমাননা করছিলেন ৷ ভারতীয় সাংবাদিক পূনম যোশী বিরোধীতা করে ফের শিরদাঁড়া শক্ত দেখালেন বিদেশের মাটিতে ৷
সংবাদ এজেন্সি এএনআই লন্ডনে হাইঅকমিশনের বাইরে ঘটে যাওয়া ঘটনার ভিডিও প্রকাশ করেছে ৷ পূনম যোশীর সাহসিকতার প্রশংসা জাতীয় ও আন্তর্জাতিক স্তর থেকে প্রশংসার বন্যা বয়েছে ৷ অনেকে আবার লিখেছেন ভারতীয় নারী, সন্ত্রাসবাদীদের উপর ভারী ৷