হোম /খবর /বিদেশ /
দাদাগিরি বরদাস্ত নয়, চিনকে আগাম কড়া বার্তা বাইডেনের

দাদাগিরি বরদাস্ত নয়, চিনকে আগাম কড়া বার্তা বাইডেনের

জো বাইডেন ও শি জিনপিং৷

জো বাইডেন ও শি জিনপিং৷

চিনের কূটনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন, বাইডেনের আমলে ফের একবার দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার এবং পারস্পরিক আস্থা বৃদ্ধির সুযোগ আসবে চিনের সামনে৷

  • Last Updated :
  • Share this:

#ওয়াশিংটন: নিয়মের বাইরে গিয়ে কিছু করতে পারবে না চিন৷ বেজিং বেআইনি পথে চললে তাঁর প্রশাসনও যে কড়া মনোভাবই নেবে, তা স্পষ্ট করে দিলেন নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গেও ফের যুক্ত হবে আমেরিকা৷

চিনের বিরুদ্ধে আগাগোড়াই কঠোর মনোভাব নিয়েছিলেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ নতুন প্রেসিডেন্ট বাইডেনের চিন নীতি কী হয়, সেদিকেই নজর ছিল সবার৷ কিন্তু চিনের বেআইনি এবং একরোখা কার্যকলাপকে তিনিও বরদাস্ত করবেন না, তা বুঝিয়ে দিয়েছেন বাইডেন৷

তাঁর আমলে চিনের উপরে আর্থিক নিষেধাজ্ঞা জারি করা হবে কি না, সে প্রশ্নও করা হয়েছিল বাইডেনকে৷ জবাবে নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, 'চিনকে শাস্তি দেওয়াটা উদ্দেশ্য নয়৷ কিন্তু চিনকে বুঝিয়ে দিতে হবে যে তাদের নিয়মের মধ্যে থেকেই সবকিছু করতে হবে৷ বিষয়টা খুবই সহজ৷'

তিনি ক্ষমতায় আসার প্রথম দিনই আমেরিকা কেন ফের বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যুক্ত হবে, তাও স্পষ্ট করেছেন বাইডেন৷ নিয়মের বাইরে গিয়ে চিন যে কোথাও কিছু করতে পারবে না, তা বুঝিয়ে দিতেই ফের আমেরিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যোগ দেবে বলেও স্পষ্ট করে দিয়েছেন বাইডেন৷ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন গত ৪ বছরে আমেরিকা- চিন সম্পর্ক তলানিতে গিয়ে পৌঁছেছে৷ বাণিজ্যিক ভাবে চিনকে কোণঠাসা করার চেষ্টা হোক বা দক্ষিণ চিন সাগরে চিনের দাদাগিরিকে চ্যালেঞ্জ, কোনও কিছুতেই পিছপা হননি ট্রাম্প৷ সবশেষে করোনা অতিমারির জন্য চিনকে দায়ী করে এই ভাইরাসকে চিনা ভাইরাস বলেও ক্ষোভ প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প৷

চিনের কূটনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন, বাইডেনের আমলে ফের একবার দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার এবং পারস্পরিক আস্থা বৃদ্ধির সুযোগ আসবে চিনের সামনে৷ কিন্তু এই মুহূর্তে আমেরিকার মতোই ইউরোপের অধিকাংশ দেশ চিনকে অর্থনৈতিক, রাজনৈতিক এমন কি নিরাপত্তার দিক দিয়ে বিপদ বলে মনে করছে৷ এই পরিস্থিতিতে বাইডেন চিনের প্রতি খুব নরম মনোভাব নেবেন কি না, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: America, China, Donald Trump, Joe Biden