Home /News /international /
অফিস থেকে মাত্র ২ মিনিট আগে বেরিয়েছিলেন, ৩ মাসের বেতন কেটে নিল কোম্পানি!

অফিস থেকে মাত্র ২ মিনিট আগে বেরিয়েছিলেন, ৩ মাসের বেতন কেটে নিল কোম্পানি!

প্রতীকী চিত্র ।

প্রতীকী চিত্র ।

নির্দিষ্ট সময়ের মাত্র ২ মিনিট আগে অফিস থেকে বেরনোর জন্য সম্প্রতি এক কর্মচারীর তিন মাসের বেতন কেটে নিয়েছে সংশ্লিষ্ট কোম্পানি ।

  • Last Updated :
  • Share this:

#জাপান: নিয়মানুবর্তিতা এবং শৃঙ্খলাপরায়নতায় বিশ্বের সম্ভবত সেরা উদাহরণ হতে পারেন জাপানিরা । তবে তাঁদের কর্মজগতের নিয়ম-নীতি এতটাই কড়া যা অনেক সময় হৃদয়হীনতার মতো ঠেকে আমাদের কাছে । ভারতীয় অফিস কালচারে নিয়ম-শৃঙ্খলা মেনে চলা হলেও তা নিযে অতিরিক্ত বাড়াবাড়ি নেই । এমনকি আমাদের দেশের কর্পোরেট সেক্টরগুলিও তাদের কর্মীদের সুবিধা-অসুবিধার দিকে নজর রাখে। তারা তুলনামূলক অনেক মানবিক ।

তবে জাপানে ব্যাপারটা একেবারেই এমন নয় । সেখানে ৮-৯ ঘণ্টা ডিউটির সময় । কিন্তু সেই সময়ের এতটুকু নড়চড় হলে তা মেনে নেয় না অফিস কর্তৃপক্ষ । কর্মচারীদের শাস্তি দেওয়া হয় । শাস্তির পরিমাণ এতটাই বৃহৎ যে তা আমাদের কাছে ‘লঘু পাপে গুরু দণ্ড’-এর মতো মনে হয় । তবে সে দেশের মানুষরা এ রকম ওয়ার্ক কালচারের সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছেন, বা বলা ভাল বাধ্য হয়েছেন ।

সম্প্রতি এমনই একটি সংবাদ সকলকে অবাক করে দিয়েছে । নির্দিষ্ট সময়ের মাত্র ২ মিনিট আগে অফিস থেকে বেরনোর জন্য সম্প্রতি এক কর্মচারীর তিন মাসের বেতন কেটে নিয়েছে সংশ্লিষ্ট কোম্পানি । জানা গিয়েছে, ওই কর্মচারীর বয়স ৫৯ বছর । অফিস থেকে বিকেল ৫টা ১৫-তে বেরনোর কথা ছিল তাঁর । কিন্তু তাঁর বাড়ি ফেরার বাস ছিল বিকেল ৫টা ১৭ মিনিটে । সেই বাসটি ধরার জন্য ২ মিনিট আগে অফিস থেকে বেরিয়েছিলেন ওই বৃদ্ধা । এতেই তাঁর ৩ মাসের বেতন কেটে দেয় কোম্পানি ।

Published by:Simli Raha
First published:

Tags: Japan, Salary