Home /News /international /
এই জঙ্গল থেকে কেউ বেঁচে ফেরে না, রহস্যে মোড়া জঙ্গল ঘিরে চাঞ্চল্য

এই জঙ্গল থেকে কেউ বেঁচে ফেরে না, রহস্যে মোড়া জঙ্গল ঘিরে চাঞ্চল্য

representative image

representative image

একবার এই জঙ্গলে ঢুকলে আর বাঁচার রাস্তা নেই

  • Last Updated :
  • Share this:

#জাপান: পৃথিবীতে এমন অনেক রহস্য আছে, বিজ্ঞানেও যার ব্যাখ্যা মেলে না। যেমন একটি জঙ্গল, যেখানে মানুষে গেলেই নিজেকে শেষ করে ফেলে। জাপানের টোকিও শহর থেকে ১০০ মাইল পশ্চিমে মাউন্ট ফুজির পাদদেশে  বাস্তবেই রয়েছে এই জঙ্গল যেখানে মানুষ যায় শুধুমাত্র আত্মহত্যা করতে।

ঘন গাছ-গাছালিতে ভরা নিঝুম এই জঙ্গলের স্থানীয় নাম অকিগাহারা। তবে বিশ্বে এই বন সুইসাইড ফরেস্ট হিসেবেই পরিচিত। ৩৫ বর্গকিলোমিটার আয়তনের এই বন থেকে প্রতিবছর গড়ে একশ জন মানুষের মৃতদেহ উদ্ধার করা হয়। বনের সবর্ত্রই ছড়িয়ে থাকে মৃত মানুষের কঙ্কাল, হারগোড়।স্থানীয়দের মতে অভিশপ্ত এই বন মানুষকে আত্মহত্যা করার জন্য প্ররোচিত করে। এখানে কেউ একা প্রবেশ করলে আদ্ভুত এক জাদুগরী শক্তি তাঁকে বেঁধে ফেলে, যারফলে জঙ্গলে ছেড়ে বেরনো সম্ভব হয় না। এরপরই আত্মহত্যার পথে এগিয়ে যায় সেই ব্যক্তি। আবার কারও মতে, ১৯৭০ এর দশকে বিখ্যাত এক জাপানি লেখকের একটি গল্প থেকে অনুপ্রাণীত হয়ে প্রথম দিকে এখানে আত্মহত্যা করেছিলন কেউ। এরপর থেকে আরও অনেকেই এই নির্জন বনে আসতে থাকে শুধুমাত্র আত্মহত্যা করতে।

Published by:Rukmini Mazumder
First published:

Tags: Japan suicide forest