হোম /খবর /বিদেশ /
পাক সরকারের উপর বেজায় চটে জামাত নেতা, ক্ষমতা ছাড়তে বললেন ইমরানকে

পাক সরকারের উপর বেজায় চটে জামাত নেতা, ক্ষমতা ছাড়তে বললেন ইমরানকে

জামাত নেতা সিরাজুল হক৷

জামাত নেতা সিরাজুল হক৷

তাঁর অভিযোগ, নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য সব দোষই জামাতের উপরে চাপাচ্ছে ইমরান খান সরকার৷

  • Last Updated :
  • Share this:

#পাকিস্তান: পাকিস্তানে ইমরান খান সরকারের উপরে বেজায় চটেছেন জামাত-এ-ইসলামের প্রধান এবং সাংসদ সিরাজুল হক৷ তাঁর অভিযোগ, নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য সব দোষই জামাতের উপরে চাপাচ্ছে ইমরান খান সরকার৷ ক্ষুব্ধ সিরাজুল হক বলেন, যদি সবকিছুর দায় জামাতের উপরেই চাপানো হয়, তাহলে তাদের হাতেই দেশের শাসন ক্ষমতা ছেড়ে দেওয়া হোক৷

'ডেইলি পাকিস্তান ডট কম'-এর একটি প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে৷ প্রতিবেদন অনুযায়ী, ওই জামাত নেতা বলেছেন, 'সরকারের নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই আর আমাদের বিরুদ্ধে প্রচার করা হচ্ছে৷ সরকার কোনও নির্দেশ দিলে কি কেউ তার বিরোধিতা করতে পারে?' তাঁর দাবি, জামাত-এ-ইসলাম বরাবরই দেশের আইনের সম্মান করেছে এবং তা মেনে চলার জন্য সবার কাছে অনুরোধ করেছেন ওই জামাত নেতা৷

জামাত প্রধানের নেতা সিরাজুল হকের অভিযোগ, দেশের নাস্তিক মন্ত্রীরা মৌলবি, মসজিদ এবং মাদ্রাসার বিরুদ্ধে আলোচনা করাটাই নিজেদের দায়িত্ব বলে মনে করেন৷ পাকিস্তানের জামা মসজিদের একটি জমায়েতে বক্তব্য রাখতে গিয়ে এই সমস্ত মন্তব্য করেন সিরাজুল হক৷ যদিও রমজানের সময় দরিদ্র এবং অভুক্তদের খাওয়ানোর পরামর্শ দেন তিনি৷ দেশের প্রায় ৮০ লক্ষ শ্রমিকের পরিবারে যে খাবার নেই, সেকথাও মনে করিয়ে দেন জামাত নেতা৷

Published by:Debamoy Ghosh
First published: