• Home
 • »
 • News
 • »
 • international
 • »
 • এই কারণেই ISIS আল বাগদাদিকে হত্যার আগে চুরি যায় তার অন্তর্বাস !

এই কারণেই ISIS আল বাগদাদিকে হত্যার আগে চুরি যায় তার অন্তর্বাস !

আবু বকর আল বাগদাদি খতম। তার মৃত্যুর আগে ঘটা একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে ৷ বাগদাদিকে খতমের মিশন শুরুর আগেই চুরি করা হয় তার অন্তর্বাস ৷

আবু বকর আল বাগদাদি খতম। তার মৃত্যুর আগে ঘটা একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে ৷ বাগদাদিকে খতমের মিশন শুরুর আগেই চুরি করা হয় তার অন্তর্বাস ৷

আবু বকর আল বাগদাদি খতম। তার মৃত্যুর আগে ঘটা একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে ৷ বাগদাদিকে খতমের মিশন শুরুর আগেই চুরি করা হয় তার অন্তর্বাস ৷

 • Share this:

  #ওয়াশিংটন: আবু বকর আল বাগদাদি খতম। দুনিয়ার মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদীকে নিকেশ করেছে মার্কিন সেনা। ফলাও করে তা ঘোষণাও করেছেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু এরই মধ্যে তার মৃত্যুর আগে ঘটা একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে ৷ বাগদাদিকে খতমের মিশন শুরুর আগেই চুরি করা হয় তার অন্তর্বাস ৷

  শেষ সেই সাফল্যের ভিত গড়া কিন্তু শুরু ১০ মাস আগে। তিলে তিলে সেই কাজ করেছে কুর্দ রেভেলিউশনারি আর্মি ( কেআরএ) এবং সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স (এসডিএফ) ৷ কিভাবে ও কতটা নিখুঁত পরিকল্পনায় বাগদাদি খতমের অপারেশন হয়েছিল, তা খুলে ধরেছেন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেসের (এসডিএফ) পরামর্শ দাতা পোলাট ক্যান। ট্যুইটে তিনি জানান, ১০ মাস ধরে প্রস্তুতি চলেছে। গত ১৫ মে থেকে সিআইএ-র সঙ্গে একসঙ্গে কাজ করছিলাম। আল বাগদাদিও ঘন ঘন নিজের আস্তানা বদল করছিল। কুর্দ ও সিরিয়ান আর্মির সাহায্য ছাড়া এটা সম্ভব ছিল না ৷ কিন্তু হামলার আগে বাগদাদির উপস্থিতি সম্পর্কে কীভাবে নিশ্চিত হওয়া যাবে? অভিনব কায়দা নেওয়া হয়। সেটাও জানিয়েছেন পোলাট।

  যারা বাগদাদির কাছাকাছি পৌঁছতে সক্ষম ছিলেন, তাদের একজন জঙ্গিনেতার অন্তর্বাস চুরি করে। বাগদাদির দেহাংশের ডিএনএ পরীক্ষা করে পরিচয় সম্পর্কে নিশ্চিত হয় মার্কিন সেনা ৷ বাগদাদির পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার জন্যই তার অন্তর্বাস চুরি করা হয়।

  মার্কিন বাহিনীর সাহায্য না পেলেও সিরিয়ার সেনা একই সফলভাবে অপারেশন শেষ করত বলেও দাবি পোলাটের। বাগদাদি খতমের পিছনে যখন এই ঘটনা উঠে আসছে, তখনই ট্যুইটে বড় ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ৷ তিনি লেখেন, ‘এইমাত্র খবর এল, বাগদাদির জায়গায় আসা জঙ্গিকেও খতম করেছে মার্কিন সেনা ৷’

  বাগদাদির ডানহাত হিসাবে পরিচিত আবদুল্লাহ কারদশকে ইসলামিক স্টেটের প্রধান হিসাবে ঘোষণা করেছিল জঙ্গি সংগঠন। সেই কারদশই কী মার্কিন সেনার হাতে নিহত ? আবু বকর আল বাগদাদিকে হত্যার একদিনের মধ্যেই খতম ইসলামিক স্টেটের শীর্ষনেতা আবদুল্লাহ কারদাসও, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের।

  First published: