• Home
 • »
 • News
 • »
 • international
 • »
 • মদ চেয়ে না পেয়ে এয়ার ইন্ডিয়ার বিমানকর্মীদের থুতু ছিটিয়েছিলেন, আত্মঘাতী সেই মহিলা !

মদ চেয়ে না পেয়ে এয়ার ইন্ডিয়ার বিমানকর্মীদের থুতু ছিটিয়েছিলেন, আত্মঘাতী সেই মহিলা !

Photo Source: Twitter

Photo Source: Twitter

 • Share this:

  #মুম্বই: এয়ার ইন্ডিয়ার উড়ানে অতিরিক্ত মদ চেয়ে না পেয়ে মাথা বিগড়ে গিয়েছিল এই মহিলার ৷ মত্ত অবস্থায় বিমানকর্মীদের অশ্লীল গালিগালাজ করার পাশাপাশি মাথায় থুতুও ছিটিয়েছিলেন তিনি ৷ সেই ভিডিও ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় ৷ সেই আইরিশ মহিলা সম্প্রতি আত্মঘাতী হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে ৷ গত ১ জুন ইংল্যান্ডের ইস্ট সাসেক্সের বাড়ি থেকে ৫০ বছরের সিমোনের দেহ উদ্ধার করেছে পুলিশ ৷ মহিলার নাম সিমোন বার্নস বলে জানা গিয়েছে ৷

  এয়ার ইন্ডিয়ার বিমানে বিমানকর্মীদের গায়ে থুতু ছেটানোর দায় ৮ মাসের কারাদণ্ড হয় মহিলার ৷ এরপর জেল থেকে ছাড়াও পেয়ে যান তিনি ৷ তার কিছুদিনের মধ্যেই কেন তিনি আত্মঘাতী হলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ এয়ার ইন্ডিয়ার কর্মীদের কাছে মদ চেয়েও না পেয়ে প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে গালিগালাজ করেছিলেন সিমোন ৷ তাঁর সেই অভব্য আচরণের ভিডিও অন্য এক কর্মী মোবাইলে তুলে রাখেন ৷ আদালতে নিজের দোষ স্বীকারও করে নিয়েছিলেন ৷ কিন্তু এর মাসখানেক যেতে না যেতেই রহস্যজনকভাবে আত্মঘাতী হলেন মহিলা ৷

  First published: