#তেহরান: অ্যান্টি শিপ মিসাইলের পরীক্ষা চলছিল৷ আর তা করতে গিয়ে ভুল করে নিজের দেশের জাহাজকে নিশানা করল ইরানের নৌসেনা৷ ক্ষেপনাস্ত্রের হামলায় ওমান সাগরে থাকা পণ্যবাহী জাহাটি মুহূর্তে ধ্বংস হয়ে ডুবতে শুরু করে৷ ঘটনার জেরে অন্তত চল্লিশজন নিখোঁজ বলে জানা গিয়েছে৷
যদিও এই খবরের সত্যতা এখনও স্বীকার করেনি ইরান৷ তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি-র খবর অনুযায়ী, কোনারক নামে পণ্যবাহী একটি জাহাজকে নিশানা করে ইরানের নৌসেনার ক্ষেপনাস্ত্র৷ সংবাদসংস্থা ফোর্স-এর খবর অনুযায়ী, এই জাহাজটিও ইরানের নৌসেনারই ছিল৷ দুর্ঘটনার সময় সেটিতে চল্লিশজন নৌসেনা এবং অন্যান্য মানুষ ছিলেন৷ স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, C-802 নুর ক্ষেপনাস্ত্রটি ভুল করে কোনারক নামে জাহাজটিতে আঘাত হানে৷ যদিও কীভাবে এমন বড়সড় ভুল হলো, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি৷ এই ঘটনার কয়েকটি অস্পষ্ট ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷ সেখানে আহত নৌসেনা এবং উদ্ধারকারী দলকে দেখা যাচ্ছে৷
এখনও পর্যন্ত পাওয়া তথ্যে জানা গিয়েছে ইরান রেভেলিউশনারি গার্ড কর্পস (IRGC) এবং দেশের নৌসেনা যৌথভাবে এই ক্ষেপনাস্ত্রের পরীক্ষা চালাচ্ছিল৷ ওই জাহাজটিকেও এই ক্ষেপনাস্ত্র পরীক্ষা সম্পর্কে আগাম সতর্ক করা হয়েছিল৷ সেই সতর্কতা অনুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যে ওই জাহাজটিকে ক্ষেপনাস্ত্রের লক্ষ্যপথ থেকে সরে যেতে বলা হয়েছিল৷ অভিযোগ, নির্দিষ্ট সময়ের আগেই ক্ষেপনাস্ত্রের পরীক্ষা করা হয়৷ ফলে জাহাজাটি সরার সময় পায়নি৷
গত জানুয়ারি মাসেও ইরানের সেনা ভুল করে ইউক্রেনের একটি যাত্রী বিমানকে নিশানা করেছিল৷ যার ফলে বিমানটি ধ্বংস হয়ে ১৭৬ জনের মৃত্যু হয়৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Iran