#নয়াদিল্লি: ইরান ও চিনের মধ্যে বড় চুক্তি আর এই চুক্তির জেরে ক্ষতির মুখে পড়ল ভারত৷ ভারতকে Chabahar Rail Project থেকে সরিয়ে দিয়ে একেবারে ৪০০ বিলিয়ন ডলারের চুক্তি হল চিন ও ইরানের ৷ ইরানের অভিযোগ সমঝোতা হওয়ার ৪ বছর কেটে যাওয়ার পরেও ভারত এই যোজনার ফান্ড দেয়নি ৷ তাদের দাবি এবার তারা নিজেরাই এই যোজনার কাজ পুরো করবে ৷ চিনের সঙ্গে সমঝোতার পর এই কাজের বেশিরভাগ কাজই বেজিং করবে ৷
এই রেল পরিযোজনায় Chabahar পোর্ট থেকে যে রেল লাইন হত তার ফান্ড ভারত দিত ৷ গত সপ্তাহে ইরানের পরিবহন মন্ত্রী ৬২৮ কিলোমিটার লম্বা রেল লাইনের কাজের উদ্বোধন করেন ৷ এই রেল লাইনের সূত্র ধরে আফগানিস্তানের জরাঞ্জ অবধি ট্র্যাক যাবে ৷ এই কাজ ২০২২ -র মার্চের মধ্যে এই কাজ শেষ হয়ে যাবে ৷ চিনের সঙ্গে নতুন এই সমঝোতার কারণ হিসেবে আন্তর্জাতিক মহলের একাংশ মনে করছে, ইরানের এই গুরুত্বপূ্র্ণ প্রজেক্ট শেষ করিয়ে দিয়ে তারা সস্তায় তেল পাবে ৷
ইরানের রেল বিভাগ জানিয়েছে ভারতের ওপর আস্থা রাখা হলেও তারা সাহায্য করেনি ৷ ইরান জানিয়েছে তারা প্রজেক্টের জন্য ন্যাশানাল ডেভলপমেন্ট ফান্ডের ৪০ কোটি ডলার ব্যবহার করবে ৷ এর আগে ভারতের সরকারি রেলওয়ে কোম্পানি ইরকান এই কাজ করার দায়িত্ব নিয়েছিল ৷ এই রেলওয়ে ট্র্যাক তৈরির জন্য , ভারত-আফগানিস্তান -ইরান সমঝোতাও হয়েছিল ৷
আসলে ইরান থেকে ভারত আগে প্রচুর ক্রুড ওয়েল কিনত কিন্তু আমেরিকার হস্তক্ষেপের পর আর সেটা অনেকাংশে কমিয়ে দিয়েছে ভারত ৷ ২০১৬ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইরান সফরের পরেই এই ঐতিহাসিক চুক্তি হয়েছিল ৷ এই প্রজেক্ট পুরো করতে ভারতের ইঞ্জিনিয়াররা ইরানেও গিয়েছিলেন কিন্তু আমেরিকা ভারতের এই পদক্ষেপ একেবারেই ভাল চোখে না দেখায় পিছিয়ে আসতে হয়েছিল ৷
এবার ভারতের ফেলে রাখা এই প্রজেক্টে থাবা বসাল চিন ৷ ইরানের সঙ্গে চুক্তি করে তারাই শেষ করবে Chabahar Rail Project৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Chabahar port, Iran