#দুবাই: দুবাই বিমানবন্দরে বসে নিজের বিমানের জন্য অপেক্ষা করছিলেন দুবাইয়ের বাসিন্দা, স্কুলের শিক্ষিকা মালতী দাস। তখন খেলার ছলেই খেলেছিলেন বিমানবন্দরের লাকি ড্র। Dubai Duty Free (DDF) রাফেল ড্রতেই তিনি জিতে গেলের একেবারে ১০ লক্ষ মার্কিন ডলার। দুবাই বিমানবন্দরের টার্মিনাল ২–এ এই অনলাইন লটারি হয়।
জয়ের পর উচ্ছ্বসিত মালতী দাস জানিয়েছেন, তিনি একেবারেই ভাবেননি এভাবে এতটাকা জিতে যাবেন। তিনি বিমানবন্দরে অপেক্ষা করছিলেন ভারতে ফেরার জন্য, সেখানে তিনি তাঁর পারিবারিক সদস্যকে আর্থিক সাহায্য করার কথা ভেবেছিলেন। এই টাকার মাধ্যমে তিনি সেই কাজটি যেমন করতে পারবেন। তেমনই তিনি যে স্কুলের শিক্ষক, সেই আজমানের স্কুলটিকে আরও ভাল করে তৈরি করতে পারবেন বলেও জানিয়েছেন তিনি। কথা দিয়েছেন, এই অর্থ বাজে কাজে নয়, মানুষের মঙঞ্গলেই তিনি ব্যবহার করবেন।
Dubai Duty Free (DDF)–এর মাধ্যমে এখনও পর্যন্ত ১৬৫ জন ভারতীয় অর্থ জিতেছেন। লটারি কর্তৃপক্ষ জানিয়েছেন, ভারতীয়রাই সবচেয়ে বেশি পরিমাণে লটারির টিকিট কাটেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Dubai, Dubai Duty Free