হোম /খবর /বিদেশ /
মাঝ আকাশে বিপদ! করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ ভারতীয় বিমানের, হল না শেষ রক্ষা

Pakistan: মাঝ আকাশে বিপদ! করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ ভারতীয় বিমানের, হল না শেষ রক্ষা

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

এক যাত্রী আচমকা অসুস্থ হয়ে পড়ার কারণেই সাহায্য চেয়ে করাচি বিমানবন্দরে যোগাযোগ করেন ওই বিমানটির পাইলট৷

  • Share this:

করাচি: পাকিস্তানের করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করল ভারতীয় একটি সংস্থার বিমান৷ সূত্রের খবর, ওই বিমানটি ইন্ডিগো সংস্থার৷ বিমানের এক যাত্রী আচমকা অসুস্থ হয়ে পড়ার কারণেই সাহায্য চেয়ে করাচি বিমানবন্দরে যোগাযোগ করেন ওই বিমানটির পাইলট৷ এর পরেই বিমানটিকে জরুরি অবতরণের অনুমতি দেওয়া হয়৷

যদিও জরুরি অবতরণের পরেও শেষ রক্ষা হয়নি। কারণ, অবতরণের পর বিমানে উঠে ওই যাত্রীকে পরীক্ষা করার পর ওই যাত্রীকে মৃত বলে ঘোষণা করেন করাচি বিমানবন্দরের চিকিৎসকরা৷

আরও পড়ুন: সব বিমানের রং কেন হয় সাদা? এক নয়, পিছনে রয়েছে পাঁচটি বড় কারণ

জানা গিয়েছে, ইন্ডিগো-র ওই বিমানটি দিল্লি থেকে দোহা যাচ্ছিল৷ মাঝ আকাশে হঠাৎই অসুস্থ বোধ করেন এক নাইজেরীয় যাত্রী৷ এর পরেই নিকটবর্তী করাচি বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ করে ঘটনার কথা জানান বিমানের পাইলট৷ মেডিক্যাল ইমার্জেন্সির কারণে বিমানটিকে অবতরণের অনুমতি দেয় করাচি বিমানবন্দর কর্তৃপক্ষ৷ যদিও অবতরণের আগেই আবদুল্লাহ নামে ৬০ বছর বয়সি ওই যাত্রীর মৃত্যু হয়৷ পরীক্ষার পর তাঁর ডেথ সার্টিফিকেটও দেন চিকিৎসকরা৷

ইন্ডিগো সংস্থার পক্ষ থেকে বিবৃতি দিয়েও ঘটনার কথা জানানো হয়েছে৷ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানের অন্যান্য যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Indigo, Pakistan