করাচি: পাকিস্তানের করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করল ভারতীয় একটি সংস্থার বিমান৷ সূত্রের খবর, ওই বিমানটি ইন্ডিগো সংস্থার৷ বিমানের এক যাত্রী আচমকা অসুস্থ হয়ে পড়ার কারণেই সাহায্য চেয়ে করাচি বিমানবন্দরে যোগাযোগ করেন ওই বিমানটির পাইলট৷ এর পরেই বিমানটিকে জরুরি অবতরণের অনুমতি দেওয়া হয়৷
যদিও জরুরি অবতরণের পরেও শেষ রক্ষা হয়নি। কারণ, অবতরণের পর বিমানে উঠে ওই যাত্রীকে পরীক্ষা করার পর ওই যাত্রীকে মৃত বলে ঘোষণা করেন করাচি বিমানবন্দরের চিকিৎসকরা৷
আরও পড়ুন: সব বিমানের রং কেন হয় সাদা? এক নয়, পিছনে রয়েছে পাঁচটি বড় কারণ
জানা গিয়েছে, ইন্ডিগো-র ওই বিমানটি দিল্লি থেকে দোহা যাচ্ছিল৷ মাঝ আকাশে হঠাৎই অসুস্থ বোধ করেন এক নাইজেরীয় যাত্রী৷ এর পরেই নিকটবর্তী করাচি বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ করে ঘটনার কথা জানান বিমানের পাইলট৷ মেডিক্যাল ইমার্জেন্সির কারণে বিমানটিকে অবতরণের অনুমতি দেয় করাচি বিমানবন্দর কর্তৃপক্ষ৷ যদিও অবতরণের আগেই আবদুল্লাহ নামে ৬০ বছর বয়সি ওই যাত্রীর মৃত্যু হয়৷ পরীক্ষার পর তাঁর ডেথ সার্টিফিকেটও দেন চিকিৎসকরা৷
ইন্ডিগো সংস্থার পক্ষ থেকে বিবৃতি দিয়েও ঘটনার কথা জানানো হয়েছে৷ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানের অন্যান্য যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।