#হিউস্টন: একের পর এক গুলিতে ঝাঁঝরা করে খুন করা হল হিউস্টনের ভারতীয় বংশোদ্ভূত শিখ পুলিশ অফিসার সন্দীপ সিং ধালিওয়ালকে৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, টেক্সাসের রাস্তায় একটি ট্র্যাফিক আইন ভাঙছিল বলে, তিনি থামিয়ে দেন৷ সেই গাড়ির আরোহী রাস্তাতেই বছর ৪০ ওই শিখ পুলিশ অফিসারকে গুলিতে ঝাঁঝরা করে দেয়৷
#BREAKING ; America’s First turbaned Sikh police officer shot Friday during a traffic stop in northwest Harris County in Houston. pic.twitter.com/fqaUCnBt59
— Ravinder Singh Robin ਰਵਿੰਦਰ ਸਿੰਘ راویندرسنگھ روبن (@rsrobin1) September 27, 2019
হ্যারিস কাউন্টির ডেপুটি শেরিফ সন্দীপ সিং ধালিওয়াল৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন মার্কিন সফরে ভারত-আমেরিকার নয়া সম্পর্কের সূচনা করছেন, তখন সন্দীপের মৃত্যু প্রশ্ন তুলছে, মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয়দের সুরক্ষা নিয়ে৷ মর্মান্তিক ঘটনায় ট্যুইটারে শোক জানিয়েছেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শংকর৷
পুলিশ জানিয়েছে, ট্র্যাফিক আইন ভাঙছিল বলে একটি গাড়িকে থামান সন্দীপ৷ গাড়িতে এক যুবক ও এক মহিলা ছিল৷ একজন বেরিয়ে আসে৷ কোনও কথা না-শুনেই সন্দীপকে লক্ষ করে একের পর এক গুলি চালাতে শুরু করে৷ ঝাঁঝরা করে ঠান্ডা মাথায় গাড়ি চালিয়ে পালিয়ে যায়৷ ঘটনায় শ্যুটার ও এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ৷
ধালিওয়ালের ৩ সন্তান৷ পুলিশ৷ টেক্সাস পুলিশ জানিয়েছে, ধালিওয়াল ছিলেন অত্যন্ত দক্ষ অফিসার৷ অনেকের কাছেই উদাহরণ৷ শিখ সম্প্রদায়ের তিনি অত্যন্ত সম্মানের সঙ্গে প্রতিনিধিত্ব করতেন৷ টেক্সাসের দক্ষ পুলিশ অফিসার হিসেবে তিনি খ্যাত ছিলেন৷ সকলেই তাঁকে সম্মান করত৷