ইসলামাবাদ: ভয়ানক বিপদের মুখে পড়তে চলেছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান৷ তাঁকে যে কোনও সময় গ্রেফতার করতে পারে ইসলামাবাদের পুলিশ৷ লাহোরে তাঁর বাসভবনের পার্শ্ববর্তী এলাকায় ইতিমধ্যে পৌঁছে গিয়েছে ইসলামাবাদ পুলিশ৷ আগামী ২৪ ঘণ্টা তাঁর কাছে বিশেষ গুরুত্বপূ্র্ণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে৷ সেই সময়েই মোটামুটি ইমরানের ভবিষ্যৎ রচিত হয়ে যাবে৷
তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী গত সপ্তাহেই হঠাৎ করে পারিকস্তানের মহিলা-বিচারপতির বিরুদ্ধে কু-কথা প্রয়োগ করেছিলেন তিনি৷ আর তাতেই তেতে ওঠে গোটা দেশ৷ ইমরানের বিরুদ্ধে মামলা হয়৷ মোট দু’টি মামলাতেই এর পরেই ইমরানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত৷ এই মামলাগুলির শুনানির সময় ইমরান হাজিরা দেননি বলেই এই পরোয়ানা জারি করা হয় বলে খবর৷
আরও পড়ুন: টাকা না ভালোবাসা...? কোনটি জীবনে সবচেয়ে বেশি চায় মানুষ? গবেষণায় 'ফাঁস' চমকে দেওয়া উত্তর!
তবে, এই প্রথম নয়, এর আগেও নানা ঘটনায় ইমরানের বাড়িতে পুলিশ এসেছে৷ গত সোমবার ইমরান খান তেহরিক-ই-ইনসাফের একটি সভায় বক্তব্য রাখছিলেন, সেই সময়েই প্রথমবার তাঁর বাড়িতে পুলিশ এসে উপস্থিত হয়৷ আদালতের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল, যে ভাবে সম্ভব ইমরানকে আদালতের সামনে এনে উপস্থিত করতে হবে৷ এটা পুলিশের কাজ যাতে ইমরানকে আদালতে উপস্থিত হতে বাধ্য করা যায়৷
এ দিকে ইমরান খান এখনও বিশেষ কোনও প্রতিক্রিয়া দিতে চাইছেন না৷ বরং তিনি সরাসরি ১৯ মার্চের একটি সভার কথা ঘোষণা করেছেন৷ পাশাপাশি বলেছেন, তিিনও সেই সভাতে উপস্থিত থাকবেন৷ তার ফলে বোঝাই যাচ্ছে ইমরানের গ্রেফতারি নিয়ে একটা বড়সড় রাজনৈতিক তরজা তৈরি হয়ে চলেছে ভারতের প্রতিবেশী দেশে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Imran Khan